আমাদের কথা খুঁজে নিন

   

কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মিরসরাইয়ে ভোট বর্জন

মিরসরাইয়ে ভোটকেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে ইছাখালী ইউনিয়নের দক্ষিণ ভূ্ইঁয়াপাড়ার ভোটাররা ভোট বর্জন করেছেন। কেন্দ্রে না গিয়ে আজ তারা নিজ গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের কয়েকজন জানান, সব নির্বাচনে এই গ্রামের লোকজন সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে আসছিলেন। এবার তাদের গ্রাম থেকে চার কিলোমিটার দূরে অলিখাঁ পাঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়েছে। এত দূরে গিয়ে ভোট দিয়ে আসা সম্ভব না।

নারী ভোটারদের জন্য এটা আরও  বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভোটকেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে ১৭ ফেব্রুয়ারি ভূঁইয়াপাড়ায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর পক্ষ থেকে মঙ্গলবার সকালে ভোটকেন্দ্র সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনঃস্থাপনের জন্য মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার বরাবর আবেদন করা হয়।

জানা গেছে, গত বছরের ২২ সেপ্টেম্বর মিরসরাই উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে ভোটকেন্দ্রের তালিকাসংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে কোনো আপত্তি থাকলে তা উপজেলা নির্বাচন অফিসে লিখিত আবেদনের মাধ্যমে দাখিল করার জন্য বলা হয়।

ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার মিরসরাই উপজেলা নির্বাচন অফিসার বরাবর ভূঁইয়াপাড়ার ভোটকেন্দ্র সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্বহালের জন্য আবেদন করেন। ভোটাররা অভিযোগ করে বলেন, এরপরও ভোটকেন্দ্র পুনর্বহাল করা হয়নি।

ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, ‘ভোটকেন্দ্র পুনর্বহালের জন্য আমি নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছি। কাজ হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক।

'

মিরসরাই উপজেলা নির্বাচন অফিসার মো. আবু ছালেক এলাকাবাসীর আবেদনের বিষয়ে বলেন, এ সংক্রান্ত কোনো আবেদন তিনি পাননি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।