আমাদের কথা খুঁজে নিন

   

কেন্দ্র

ঈশ্বরই জ্ঞান , জ্ঞানই আত্মা। মানুষ মাত্রই জ্ঞানী। আমি মানুষ,আমার ঔরসে জন্মায় দেবতার কারিগর।

পৃথিবীর ঘটনাবলীর সুনির্দিষ্ট কোন ব্যাখ্যা বা সূত্র কি আছে ? পৃথিবীর নানা রহস্য রয়েছে । যা মানুষ ধীরে ধীরে আবিস্কার করছে ।

পৃথিবীতে মানবজাতির ভবিষ্যৎ কি ? পৃথিবীর ঘটনাবলী কি কোন নির্দিষ্ট সৃষ্টিকে কেন্দ্র করে হচ্ছে ?

পবিত্র কোরআনে আছে , মানুষ সৃষ্টির সেরা জীব । আরও আছে , মানুষকে খেলার ছলে সৃষ্টি করা হয়নি । পৃথিবীর সবগুলো ধর্মগ্রন্থের মূল লক্ষই হচ্ছে , " মানুষ " ।

সৃষ্টির আদি লগ্ন থেকে বরতমান পর্যন্তও যদি আলোকপাত করি তা এমন , মানুষ পৃথিবীতে এলো প্রয়োজন খাদ্য । শিকার ও ফলমূল দ্বারা নিবারণ ।

প্রয়োজন নিরাপদ আশ্রয় । আশ্রয় নিল গুহায় । দরকার শরীর ঢাকা । উপায় গাছের ও পশুর চামড়া । এভাবে তার চাহিদা বাড়তে বাড়তে একসময় সে ভাবলো আকাশে উড়বে ।

তৈরি করলো উড়োজাহাজ । পানিতে ভাসবে ,বানালো জাহাজ । পানির নিচে যাবে , বানালো ডুবো জাহাজ । পৃথিবীর বাইরে যাবে তৈরি হল মহাকাশযান ।


এই ঘটনাবলী যদি মেলানো হয় ব্যাপারটা কি দাড়ায় ? এক কথায় বলা যায় , মানুষ যা ভাবছে তাই হচ্ছে ।

সৃষ্টির আদি লগ্নের খাদ্য , আশ্রয়ের গুহা , আবরণের ছাল ও চামড়া সব প্রকৃতি প্রদত্ত ।

কিন্তু উড়োজাহাজ , জাহাজ , মহাকাশযান এগুলো কি প্রকৃতি প্রদত্ত ? আমি বলবো " হ্যাঁ " কারণ এগুলো তৈরির জ্ঞান প্রকৃতি প্রদত্ত । এগুলো যা দিয়ে তৈরি প্রতিটি ক্ষুদ্র অংশ প্রকৃতি হতে প্রাপ্ত । যা মানুষ প্রকৃতি প্রদত্ত জ্ঞান দিয়ে রুপান্তর করে নিজের ইচ্ছে মতো ব্যবহার করেছে । কিন্তু অন্য প্রাণী বা সৃষ্টির বেলায় যা হয়নি ।

বা আমাদের জানা নেই ।

যদি বলি "মানুষ কাল যা ভাবে আজ তা হয়ে যায় " মোটেই বাহুল্য বলা হবেনা । মানুষ আজ ভাবছে এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবো । আমি বলবো , সম্ভব । কারণ এক মুহূর্তে আমার কথা , ছবি যদি যায় , তাহলে কেন আমি না ? শুধু সময় আর উন্নত জ্ঞানের ব্যাপার কিন্তু কখনোই অসম্ভব নয় ।



আমার মূল উদ্দেশ্য , পৃথিবীর ঘটনাবলীর একটা সুত্র বা কেন্দ্র খোজা । আমার বিশ্বাস এর কেন্দ্র হচ্ছে মানুষ আর ঘটনাগুলো প্রবাহিত হচ্ছে মানুষের ইচ্ছাকে কেন্দ্র করে । কারণ মানুষ যা চাচ্ছে বা করতে চাচ্ছে তাই হচ্ছে বা মানুষ করতে পারছে ।


পৃথিবীর ঘটনাবলীর সূত্রটি যদি এমন হয় , মানুষের আজকের ভাবনা পৃথিবীর কালকের ভবিষ্যৎ । অর্থাৎ মানুষ যা চাইবে তাই হবে , এটাই পৃথিবীর ঘটনাবলীর মূল কথা ।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।