আমাদের কথা খুঁজে নিন

   

কমনওয়েলথ ডেপুটি সেক্রেটারি জেনারেলের সঙ্গে তারেকের বৈঠক

কমনওয়েলথের ডেপুটি সেক্রেটারি জেনারেল মিস মাসেগো মাসিরে-মুয়াম্বা’র সঙ্গে বৈঠক করেছেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে কমনওয়েলথ হেডকোয়ার্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বাংলাদেশে ত্রমবর্ধমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।  

বৈঠকে মিস মাসেগো মাসিরে-মুয়াম্বা’র দ্রুত বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অর্থবহ সংলাপ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেন।

এই বৈঠকে ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী কমনওয়লেথ মহাসচিবের বিবৃতি নিয়েও আলোচনা হয়।  

বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব বলেছিলেন, ৫ জানুয়ারির নির্বাচনে সীমিত পর্যায়ে অংশগ্রহণ ও স্বল্পসংখ্যক ভোটারের উপস্থিতি হতাশাজনক। এ প্রসঙ্গে মিস মাসেগো মাসিরে-মুয়াম্বা কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমনওয়েলথের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে তারেক রহমান বলেন, রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ উপদেষ্টা হুমায়ূন কবির, ব্যারিস্টার এম এ সালাম এবং ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মাদ সায়েম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.