আমাদের কথা খুঁজে নিন

   

সোনিয়া ও রাহুল ভুয়া গান্ধী

ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী সোনিয়া ও রাহুল গান্ধীকে ‘ভুয়া গান্ধী’ বলে ঠাট্টা করেছেন। পাশপাশি তিনি কংগ্রেসকে ‘দুর্নীতির যমজ বোন’ বলে আখ্যায়িত করেছেন। কর্নাটকে এক প্রচারাভিযানে তিনি এসব কথা বলেন।

তেলেঙ্গানা বিল উত্থাপনের প্রতিবাদে লোকসভায় পেপার স্প্রে করে কংগ্রেসের এমপি এল রাজাগোপাল।  

রাজাগোপালের ওই প্রসঙ্গ তুলে মোদী বলেন, “ক্ষমতাসীন কংগ্রেস মাঝে মাঝেই জনগণের চোখে ধুলা দেয়।

এখন তারা মরিচের গুঁড়া দিচ্ছেন। ”কর্নাটকে এক জনসভায় রাহুল গান্ধী বলেন, “কংগ্রেস হলো একটি দর্শন। ” 

এ বক্তব্যের পরিপেক্ষিতে মোদী বলেন, “মহাত্মা গান্ধী যত দিন জীবিত ছিলেন ততদিন কংগ্রেস ছিলো একটি দর্শন। দলে যখন নকল গান্ধীর আগমন ঘটেছে তখন থেকেই দলটি চিন্তায় পড়েছে। ” 

তিনি বলেন, “কংগ্রেস বলে তারা নারীর ক্ষমতায়ন নিয়ে চিন্তিত।

আপনারা যদি সত্যিই নারীদের নিয়ে চিন্তিত হন তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করুন। যাতে নারীরা শান্তিতে দিনযাপন করতে পারে। ” 

২০০৯ সালের ভারতের জাতীয় নির্বাচনে কর্নাটকে ২৮টি নির্বাচনী আসনের মধ্যে ১৯টিতে জয় পায় বিজেপি। এবারের নির্বাচনেও সেখানে তারা নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায়।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.