আমাদের কথা খুঁজে নিন

   

এইচটিসির ভাঙা ডিসপ্লে ফ্রি মেরামত

অনলাইন প্রযুক্তিসংবাদমাধ্যম ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, এইচটিসির ওয়ান সিরিজের (এইচটিসি ওয়ান, এইচটিসি ওয়ান মিনি, এইচটিসি ওয়ার ম্যাক্স) স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য প্রতিষ্ঠানটির নতুন ‘অ্যাডভান্টেজ পলিসি’।
ভাঙা বা ফাটা স্ক্রিনটি ঠিক করানোর জন্য অবশ্য ওয়ান সিরিজের স্মার্টফোনগুলোর পাঠাতে হবে এইচটিসির ফ্যাক্টরিতে। সারাইয়ের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্মার্টফোনটি ব্যবহারকারীর কাছে ফেরত পাঠিয়ে দেবে তারা। আর প্রতিষ্ঠানটি পুরো কাজটি করবে বিনামূল্যেই।
তবে কারও তাড়া থাকলে ডিসপ্লে সমস্যার রাতারাতি সমাধানের সুযোগও রয়েছে ওই পলিসিতে।

সে জন্য খরচ করতে হবে ২৯ মার্কিন ডলার। এ ক্ষেত্রে ওই ২৯ ডলার এইচটিসির পকেটে যাবে না, খরচ হবে পরিবহন খরচা হিসেবে। রাতারাতি ব্যবহারকারীর হাতে পৌঁছে যাবে নতুন একটি স্মার্টফোন আর ভাঙা ডিসপ্লের স্মার্টফোনটি পাঠাতে হবে এইচটিসির কাছে। পুরনো স্মার্টফোনের সব সেটিং ব্যাকআপ হিসেবে রাখা যাবে এইচটিসির ব্যাকআপ সফটওয়্যার দিয়ে।
স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বেশি যে সমস্যাটির মুখোমুখি হতে হয় তা হল ভাঙা বা ফাটা স্ক্রিন।

প্রায় সব স্মার্টফোন নির্মাতাই নিজেদের পণ্য সারাইয়ের কাজ করে দেয়, তবে তা একটি নির্দিষ্ট ফির বিনিময়ে। এ ক্ষেত্রে এইচটিসিই প্রথম প্রতিষ্ঠান যেটি কিনা এই সেবা দেবে বিনামূল্যে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।