আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পকলায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্

প্রতিষ্ঠার ৪০ বছরপূর্তি উপলক্ষে আজ থেকে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সন্ধ্যা ৬টা থেকে দেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে এ অনুষ্ঠান শুরু হবে বলে এক প্রেস বার্তায় জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় একাডেমি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

কর্মসূচির উদ্বোধন করবেন একাডেমির প্রথম মহাপরিচালক মুস্তাফা নূরউল ইসলাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্পী কাইয়ুম চৌধুরী এবং নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিল্পকলা একাডেমি সদস্যদের অংশগ্রহণে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে অ্যাক্রোবেটিক প্রদর্শনী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.