আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলা নির্বাচন: আ. লীগ ‘খুশি’, তবে ‘তৃপ্ত’ নয়

উপজেলা নির্বাচনের প্রথম পর্বের ফলাফলের পর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক আলোচনা সভায় এই প্রতিক্রিয়া জানান তিনি।

বুধবার অনুষ্ঠিত ৯৭টি উপজেলা পরিষদের নির্বাচনে ৫৬টিতে চেয়ারম্যান পদে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা জয়ী হয়েছেন। আওয়ামী লীগ নেতারা পেয়েছেন ৩৩টি চেয়ারম্যানের পদ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, “উপজেলা নির্বাচনের ফলাফলে আমরা খুশি, কিন্তু তৃপ্ত হতে পারিনি।

“খুশি এই কারণে যে, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।

উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। ”

“কিন্তু এতে আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই। কারণ একথাও ঠিক যে নির্বাচনে আমরা ভালো করতে পারিনি। আমাদের সময় এসেছে আত্মবিশ্লেষণ ও আত্মসমালোচনা করার। ”

হারের জন্য সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করে এই মন্ত্রী বলেন, “আওয়ামী লীগের একটি বড় সমস্যা হচ্ছে, ক্ষমতায় গেলে সরকারের মধ্যে দল হারিয়ে যায়।

আমাদের এই দুর্বলতা কাটিয়ে উঠতে চেষ্টা করতে হবে। ”

যোগাযোগমন্ত্রী জানান, নিজস্ব অর্থায়নে আগামী জুন মাসের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্রলীগের ওই অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বর্তমানদের সতর্কও করে দেন।

“কয়েক জনের অপকর্মের জন্য আজ  ছাত্রলীগের নাম খারাপ হচ্ছে। এসব নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল।

তাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দাও। ”

আলোচনায় ওবায়দুল কাদের ছাড়াও অংশ নেন সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় এই সভায় সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.