আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড মোবাইল কিনতে আগ্রহী - হেল্প চাই

sentiment is a chemical defect found in the loosing side এন্ড্রয়েড ইউজার হতে আগ্রহী। যেইভাবে পারেন সাজেশান দেন, হেল্প করেন। ১) বাজেট - অবশ্যই ১৫ থেকে ১৮ হাজার এর মধ্যে। যত কম তত ভাল। ফিচার বেশি থাকলে খুব বেশি হইলে ২০ হাজার চিন্তা করা যায়, যদিও ২০ এ যাইতে পারবো কিনা সন্দেহ আছে।

২) র‍্যাম - ১ জিবি হইলে ভাল হয়। ৫১২ এমবি এর নিচে মোটেও না। আইসক্রিম স্যান্ডইউচ যেন ভালভাবে ইউজ করা যায়। ৩) প্রসেসর - ডুয়েল কোর হইলে তো কথাই নাই। কমপক্ষে 1 GHz. এর সিঙ্গেল কোর।

৪) ক্যামেরা - ৫ মেগাপিক্সেল এর নিচে অবশ্যই না, ৮ মেগাপিক্সেল এ বেশি খুশি হইতাম। ভিডিও কলের জন্য দুইটা ক্যামেরা থাকতে হবে (অন্যগুলা বেশি হলে এটা বাদ দেয়া যায়। ক্যামেরা চাইনিজ মোবাইল কোয়ালিটির হলে হবে না। ভিডিও কোয়ালিটি ভাল হওয়াও জরুরী। ৫) স্ক্রিন সাইজ - কম করে হলে ৩.৫ ইঞ্ছি যদিও স্মার্টফোনের মজা ৪ ইঞ্চির নিচে নাই।

৬) সেন্সর - সেন্সর যত বেশি হবে ততই ভাল। কমন সেন্সরগুলো অবশ্যই থাকতে হবে। ৭) ওএস - আইসক্রিম স্যান্ডউইচ যেন চালানো যায়। জেলিবিন হইলে আরো ভালো। ৮) সবশেষে পারফর্মেন্স ভাল হতে হবে।

ওয়াইফাই, জিপিএস এইসব কমন জিনিষ না থাকলে হবে না। আমি খুজে এগুলো পেলাম। কোনটা ভাল হবে বুঝতেছিনা। এই মোবাইলগুলোর সর্বশেষ মূল্য জানা থাকলে কমেন্টে জানিয়ে দিয়েন দয়া করে। ১) সনি এক্সপেরিয়া রে সুবিধা - প্রাইমারী ক্যামেরা ৮ মেগাপিক্সেল।

অসুবিধা - স্ক্রিন সাইজ মাত্র ৩.৩ ইঞ্ছি। ২) এক্সপেরিয়া ইউ সুবিধা - ডুয়েল কোর প্রসেসর। অসুবিধা - এক্সটার্নাল কার্ডস্লট নাই (বড় সমস্যা)। দাম সম্ভবত অন্যগুলোর থেকে তুলনামূলক বেশি দেখছিলাম, এখন কত জানিনা। ৩) এক্সপেরিয়া প্রো সুবিধা - যেই সুবিধা সবচেয়ে বেশি ভাল লাগছে তা হচ্ছে স্ক্রিন সাইজ ৩.৭ ইঞ্ছি আবার সাথে কোয়ার্টি কিপ্যাডও আছে।

৮ মেগা পিক্সেল ক্যামেরা। জিপিএস এর পাশাপাশি GLONASS আছে। অসুবিধা - দেখতে খুব খারাপ না হলেও তেমন একটা ভালো লাগে নাই। ৪) এক্সপেরিয়া গো সুবিধা - প্রসেসর ডুয়েল কোর। অসুবিধা - সেকেন্ডারি ক্যামেরা নাই ৫) এক্সপেরিয়া জে সুবিধা - স্ক্রিন সাইজ ৪ ইঞ্চি, সরাসরি আইসক্রিম স্যান্ডউইচে পাওয়া যায়, পরবর্তীতে জেলিবিনেও আপগ্রেড করা যাবে।

অসুবিধা - ভিডিও কোয়ালিটি ভিজিএ, ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.