আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াটসঅ্যাপের ৪ বিকল্প

যদিও ফেইসবুক বলছে মালিকানা হাতবদল হলেও আগের মতোই স্বাধীনভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপ। যদিও এতে আশ্বস্ত নন অনেকেই। এমন অবস্থায় হোয়াটসঅ্যাপের বিকল্প হতে পারে এমন ৪টি অ্যাপের কথা জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

১. ভাইবার: বিশ্বব্যাপী এই ক্রস প্লাটফর্ম ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিসটির আছে ২০ কোটিরও বেশি মোবাইল ও ডেস্কটপ ব্যবহারকারী। ভাইবারে ফ্রি মেসেজিং আর ভয়েসকল দুটি সুবিধাই পাওয়া যায়।

অ্যাপটির ভাইবার আউট ফিচারটি দিয়ে ভাইবার ব্যবহারকারী নন এমন ব্যক্তিদেরও ফোন করা যায় ১.৯ সেন্টের বিনিময়ে।

আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন ৮ এবং ব্ল্যাকবেরির মতো বাজারের প্রায় সবগুলো স্মার্টফোন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায় অ্যাপটি।

 

২. কিক: কিকের শুরুটা ২০০৯ সালে, ব্ল্যাকবেরি অ্যাপ হিসেবে। ফ্রি মেসেজিং সেবাদাতা অ্যাপটির আছে বিশ্বব্যাপী ১০ কোটি ব্যবহারকারী। হোয়াটসঅ্যাপের সঙ্গে এর মূল পার্থক্য হচ্ছে অ্যাপটির ব্যবহার করার জন্য মোবাইল নম্বর থাকার প্রয়োজন নেই।

সম্প্রতি কিকের অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সন আপডেট করেছে ব্ল্যাকবেরি। নতুন আপডেটে ওয়েব ব্রাউজিং এবং ওয়েব অ্যাপ ব্যবহার করা যাবে কিক বন্ধ না করেই।

 

৩. উইচ্যাট: চীনের অ্যাপ ডেভেলপারদের নির্মিত উইচ্যাট অ্যাপটি শুরুতে সোজাসাপ্টা মেসেজিং অ্যাপ হলেও ধীরে ধীরে সোশাল নেটওয়ার্কের আদলে রূপান্তরিত হয়েছে অ্যাপটি। মেসেজিং, ফটো-শেয়ারিং, ভয়েস এবং ভিডিও কলিং ছাড়াও লোকেশান শেয়ারিং এবং ফ্রেন্ড ডিসকভারির মতো ফিচার আছে এতে। অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন ৮ এবং ব্ল্যাববেরি ওএসে ব্যবহার করা যাবে অ্যাপটি।

 

৪. ট্যাংগো: উইচ্যাটের মতো ট্যাংগো অ্যাপটিও ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে পুরোদস্তুর সোশাল নেটওয়ার্কে। টেক্সট মেসেজ সার্ভিস ভিডিও এবং ভয়েস কল, ফটো শেয়ারিং ছাড়াও এতে আছে ইন-অ্যাপ গেইমস, ফ্রেন্ড ডিসকভারি এবং স্পুটিফাই-পাওয়ার্ড মিউজিক মেসেজিং।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।