আমাদের কথা খুঁজে নিন

   

অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ :: দিনপঞ্জি :: ফেব্রু ২০/২০১৪



আজ একুশের পূর্ব দিনে বইমেলায় পাঠক/দর্শনার্থীদের বেশ আনাগোনা ছিল।
অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে, কেউবা দলবেঁধে বন্ধুদের সাথে নিয়ে ঘুরে গেছেন অমর একুশে গ্রন্থমেলা।
আমি আজকে বেশ আগেই মেলায় পৌঁছে গেলাম।
বিকালের পর আমার সঙ্গে যোগ দিয়েছিল তাহমিদুর রহমান । বিকালে ফোনে কথা হল এই মেঘ এই রোদ্দুর আপার সাথে।

তিনি বই কিনলেন। আমরা দুই ভাই বোন চা খেলাম, আইসক্রিম খেলাম। ঠিক তখন ফোন দিয়েছিলেন ভাইজান ( নাসির আহমেদ কাবুল ); আমি জানালাম আমি আর এই মেঘ এই রোদ্দুর আপা আইসক্রিম খাই তিনি এসে যোগ দিলেন আমাদের সাথে। কিছুক্ষণ আড্ডা হল।
আপা চলে যাবার পর দু ভাই মিলে সিগারেট খেয়ে মেলায় ঘুড়ির স্টলে এলাম।



কিছুক্ষণ পরেই এলেন ব্লগার ভালোবাসার কাঙ্গাল জলজ ছায়ায় সংগ্রহ করলেন তিনি।
এলেন রবিবারের চিঠির লেখক মোস্তাফিজুর রহমান। এলেন গল্পকার মামুন ম. আজিজ

আমি এই ফাকে সবাইকে স্টলে রেখে ঘুরতে গেলাম শহীদ মিনারে।

খুবই অবাক হলাম তিথি আপাকে দেখে। পহেলা ফাল্গুনে ব্লগার কবি সাজি আপার সাথে এসেছিলেন আপা। আমি সেদিন উনাকে বই দিতে ভুলে গিয়েছিলাম। আপা শুনে বলল তিনি নিজেই ঘুড়ির স্টলে আসবেন বই নিতে আমি শহীদ মিনার ঘুরে ফিরে আসার কিছুক্ষণ পরেই আপাকে দেখলাম স্টলে। বই কিনলেন।

আমি একটা উপহার দিলাম। অটোগ্রাফ ফটোগ্রাফ হল আপার সঙ্গে ছিলেন দুই ছেলে। উনার দেবর সহ ভাতিজি। 'প্রত্যুষ' নামক ছোট বাবুর ছবি তুললাম। কথায় কথায় জানলাম সেও গল্প লেখে

প্রামাণিক ভাই এসেছিলেন মেলায়।

এসেছিলেন চারু মান্নান ভাই।
দেখা হল আমার একজন প্রিয় মানুষ বন্দনা কবীরের সঙ্গে। তিনি বই কিনলেন। সঙ্গে আবার অটোগ্রাফ ফটোগ্রাফ

এক দল ভাই বেরাদার নিয়ে এসেছিলেন মাহির
সবাই মিলে সাড়ে আটটার পর স্টল বন্ধ করে ফিরে এলাম। আসার পথে কথা হল ডাঃ মোহিব নীরব এর সাথে সব মিলিয়ে আজকের বইমেলায় সময়টা দারুণ কেটেছে





















সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।