আমাদের কথা খুঁজে নিন

   

অর্ধকোটি ছাড়াল প্লেস্টেশন বিক্রি

জনপ্রিয় গেইমিং কনসোলটির নির্মাতা সনি জানিয়েছে, প্লেস্টেশনের নতুন মডেলটি বাজারে আসার তিনমাসের মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপের বাজারেই বিক্রি হয়েছে ৫০ লাখেরও বেশি ইউনিট।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের মার্চ মাসের মধ্যে পুরোবিশ্বে ৫০ লাখ ইউনিট প্লেস্টেশন ৪ বিক্রির লক্ষ্যমাত্রা ছিল সনির। বাজারগবেষক প্রতিষ্ঠান এনপিডি গ্রুপের প্রতিবেদন অনুযায়ী, ৮ ফেব্রুয়ারির মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপের বাজার থেকেই নিজেদের লক্ষ্যমাত্রা পূরণ করে নিয়েছে সনি। এদিকে সনির ‘হোম গ্রাউন্ড’ জাপানে এখনও বিক্রি শুরু হয়নি গেইমিং কনসোলটির। জাপানের বাজারে প্লেস্টেশন ৪-এর আনুষ্ঠানিক অভিষেক ঘটবে ২২ ফেব্রুয়ারি।


অন্যদিকে প্লেস্টেশনের এই সাফল্যে বিব্রতকর অবস্থায় পড়বে গেইমিং কনসোলের বাজারে সনির মূল প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট। সনির প্লেস্টেশন ৪ আর মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপের বাজারে দুটি গেইমিং কনসোলেরই অভিষেক হয় ২০১৩ সালের নভেম্বর মাসে। মাইক্রোসফটের দেওয়া তথ্য অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত বিশ্বব্যাপী বিক্রি হয়েছে ৩৯ লাখ এক্সবক্স ওয়ান।
প্লেস্টেশন বনাম এক্সবক্সের লড়াইয়ে সনির এগিয়ে থাকার একটি বড় কারণ গেইমিং কনসোল দুটির দামের ব্যবধান। সনি প্লেস্টেশন ৪ বিক্রি করছে এক্সবক্স ওয়ানের থেকে একশ’ ডলার কম দামে।

এছাড়াও গেইমিং কনসোলগুলো বাজারে ছাড়ার আগেই হার্ডকোর গেইমারদের আকৃষ্ট করতে সফল ছিল সনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।