আমাদের কথা খুঁজে নিন

   

হাওয়ার সাথে আজ ফাল্গুনে শূন্যে উড়ে গেছে রেশমী শুভ্র শেমিজ, শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

রাত্রির আঁধারে লালগোলাপের গর্ভাশয়ে এক ক্ষুধাতুর মক্ষিকার মতোন গুঞ্জন করি
পরাগের অনুরাগে সংরাগ আসে হৃদয়ের গহীনে আজ রাতের বাতাসে __
সুঘ্রাণগুলো ব্যাপণে রমণ তোলে, মনমন্দিরে আলেয়ার মতোন ভাসে রূপসী পরি,
জোয়ারের পর বড় পরিচ্ছন্ন হয়েছে প্রিয়তমা আজকের এই ফাল্গুন মাসে।

স্পর্শের পুরাণে বড় মদির হলো, সুবাসের ঢল নামলো তার বৃত্তিময় ফুলের
শিশুর মতোন অমৃতের স্বাদ নিতে আমি মুখে গুঁজে দিয়েছি তার অনুভবের করিডোরে
আবহমান এক অজানা রহস্যময় অচিন থেকে আনন্দ আসছে ঢের
আজ একি আনন্দ, একি পুলক, আহা ! এত কেনো শান্তি প্রেয়সীর কুঁড়েঘরে।



আঁধারে দেহ খুলে গেছে, অনুভব খুঁজে নিয়েছে বহুদিনের শিকার্য আহার,
আঁধারের গহবরে সে খুঁজে নিয়েছে আনন্দের খনিজ __
হাওয়ার সাথে আজ ফাল্গুনে শূন্যে উড়ে গেছে রেশমী শুভ্র শেমিজ,
আর নগ্নসুন্দর আনন্দের ভারে আদিম মানবীমানব বর্ষার জলে একাকার।

রাত্রির আঁধারে সফেদ বিছানার মধ্যখানে ফুটে গেলো লালগোলাপের কলি __
আজ রাতে রচিত হলো পৃথিবীর পুরনো বনানী গান, আহা কী মধুর কলকাকলি।
২৩.০২.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।