আমাদের কথা খুঁজে নিন

   

উপকমিশনার হারুনকে অপসারণে জবি শিক্ষকদের আল্টিমেটাম

রোববার বিকালে শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আক্কাস উপকমিশনার হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামানের পদত্যাগ দাবি করেন।

তিনি বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরে হামলার নির্দেশদানকারী পুলিশের এই দুই কর্মকর্তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। ”

তিনি বলেন, শিক্ষক সমিতির বৈঠকে শিক্ষার্থীদের হল পুনরুদ্ধারের আন্দোলনে সংহতি জানানো হয়েছে।

ছাত্রদের সঙ্গে শিক্ষক সমিতিও এ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে পুরান ঢাকার ইসলামপুর এলাকায় হলের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে তাদের ওপর চড়াও হয় পুলিশ।

পুলিশের রাবার বুলেটে এক শিক্ষকসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় কাঁদুনে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

এ সংঘর্ষের পরপরই ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ফিরোজ রশিদ।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিষয়টি জাতীয় সংসদে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

সাংসদ ফিরোজ বলেন, “আমি এ প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম, যে হলে আমরা থাকতাম সেটি এখন ভূমিদস্যুরা দখল করে ফেলেছে।

এটি হতে পারে না। আমিও তোমাদের সাথে আন্দোলনে থাকবো। ”

এদিকে হল পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকদের সম্বয়ক শরিফুল ইসলাম।

অন্যদিকে সন্ধ্যা ৬টায় উপাচার্য মিজানুর রহমানের বাসভবনে এক জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘তিব্বত হল’ দখলমুক্ত করতে চলতি মাসের শুরু থেকে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা, যে ছাত্রাবাসটি ঢাকা-৭ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম ২০০০ সাল থেকে দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

রোববার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ছাত্র-ছাত্রীরা হল দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে তারা তিব্বত হলের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়।

এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।