আমাদের কথা খুঁজে নিন

   

খেলতে খেলতে কিছু কথা...............



আলসেমির কারণে আমি এমনিতেই হালকা পাতলা একটু দুশ্চিন্তা বা হতাশার মধ্যে থাকি।

যাহোক হঠাৎ আমার চেয়ে এক হতাশাগ্রস্থ ছেলেকে দেখলাম। তার হতাশা দেখতে দেখতে আমি চরম বিরক্ত।
ব্যাপারটা এমন মনে হচ্ছে, কেউ তারে লাঠি দিয়া মারছে, আর সে হাত-পা গুটিয়ে মার খেয়ে যাচ্ছে। সে কোন প্রতিবাদ করছেনা।





তারপর হঠাৎ কি মনে হলো, দোকান থেকে লুডু কিনে আনলাম। তার সাথে সাপ-মই এর লুডু খেলা শুরু করলাম।



খেলায় সে জয়লাভ করলো। খেলার শেষে তাকে বললাম- এই খেলা থেকে কি বুঝলা?
- কি বুঝবো আবার? খেলায় জিতলাম আমি, আপনি হারলেন। এখন আপনি আমাকে খাওয়াবেন।


- ধূর মিয়া, তুমি আছো খাওয়া নিয়া, অন্য কিছু বুঝছো কিনা সেটা বলো।
- না ভাই , কিছু বুঝি নাই।
- ভাল, এখন আমার কথা মন দিয়া শুনো,
এই সাপ লুডু খেলায় ১ ফোটা পড়লেই তুমি ঘর থেকে বের হতে পারবা। এর আগে যতই ২-৩-৪-৫-৬ যেটাই পড়ুক না কেন, তুমি ঘর থেকে বের হতে পারবেনা। তখন এই ২-৩ এর কোন দাম নেই।


১ ফোটা আসার পরই, ২-৩ এর দাম আছে।
তারপর এই ২-৩-৪-৫-৬ দিয়ে দান চলতে থাকবে। কখনও সাধারণ পথ, কখনও কোন ফোটার জন্য সাপের মুখে পড়বে, আবার কখনও মই দিয়ে উপরে উঠবে। এভাবে চলতে চলতে এক সময় খেলা শেষ হবে।

জীবনটাও অনেকটা সাপ-লডু খেলার মত।

প্রথমে আমাদের একলা চলতে হয়। আমাদের চলার পথ শুরুই হয় এক দিয়ে। তারপর ১- ২-৩-৪-৫-৬ এর দেখা পাই। কখনও সাধারণ পথ, কখনও সাপ বা বিপদের পথের দেখা পাই, কখনও বা পথে মই পেয়ে খুব দ্রুত উপরে উঠে যাই। এইভাবে চলছে আমাদের জীবন।

পথে কখনও সাপ, কখনও মই থাকবে, আর এইভাবে চলতে হবে।

হতাশার কিছু নেই, লক্ষ্য ঠিক থাকলে এক সময় লক্ষ্যে ঠিকই পৌঁছানো যায়।

পরে আমি চিন্তা করে দেখলাম, সব খেলায় কিছু না কিছু বুঝার আছে।





অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.