আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইলে দুই সহযোগীসহ গ্রেফতার রাকিব

পুলিশভ্যানে হামলা চালিয়ে জেএমবির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ছিনিয়ে নেওয়ার পর পুলিশ ছিনতাই হওয়া আসামি রাকিবুল হাসান রাকিবসহ তিনজনকে আটক করেছে। আসামি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় টাঙ্গাইলের সখিপুরে প্রশিকা এলাকায় ছিনতাইকারী জেএমবির সদস্যদের ব্যবহৃত ভঙ্ িমাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার সময় জাকারিয়া নামে একজন এবং পুলিশ অভিযান চালিয়ে সখিপুরের তক্তার চালা নামক স্থান থেকে রাসেল ও রায়হান নামে আরও দুজনকে আটক করে। আটকের পর সখিপুর থানা পুলিশের কাছে রায়হান স্বীকার করেন যে, তার নাম হাফিজ মাহমুদ রাকিব হাসান। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান জানান, জেএমবির তিন সদস্যকে ছিনতাইয়ের পর মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তারা রাস্তায় হাত-পায়ের বেড়িগুলো কেটে ফেলেন। একই সঙ্গে হাফিজ মাহমুদ রাকিব হাসান তার দাড়ি শেভ করেন। তারা ভঙ্ িমাইক্রোবাসযোগে পালানোর সময় সখিপুর উপজেলা শহরে জ্যামে পড়লে দুটি সিএনজিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যেতে থাকে। এ সময় উপস্থিত জনতা মনে করে চালক ব্রেক ফেল করেছে।

একের পর এক রাস্তার সব যানবাহন, রিকশা, টেম্পোকে ধাক্কা দিলে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ছিনতাইকারী জেএমবির সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের মূল হোতা জাকারিয়া হোসেনকে জনতার সহযোগিতায় পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। অন্যদিকে পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশ, র্যাব ও বিজিবি অভিযান চালাতে থাকে। বেলা ৩টার দিকে সখিপুরের তক্তার চালা নামল স্থানে বাসে চড়ার সময় রাকিব হোসেনকে ও সিএনজিতে চড়ার সময় রাসেলকে মির্জাপুর থানার এসআই শ্যামল দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে সন্দেহজনকভাবে আটক করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.