আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহী নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগ ফুরফুরú

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ আজ। গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হলেও বিদ্রোহী প্রার্থী মেশকোয়ারা হাবীব মুক্তি বিজয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহার না করায় মুক্তিকে দল থেকে বহিষ্কার করার পর ভোটাররা চেয়ারম্যান প্রার্থী মুক্তির পক্ষেই ঝুঁকে পড়েছে। অন্যদিকে জামায়াত পূর্ণ সমর্থন দিয়ে মাঠে নেমে পড়ায় ফুরফুরা মেজাজে আছেন বিএনপির প্রার্থী সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল। পাশের মিঠাপুকুর উপজেলা নির্বাচনে তিনটি পদেই জামায়াতের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ের হাওয়া কাজ করছে পীরগঞ্জের নির্বাচনেও। ভোটাররাও বলছেন বিদ্রোহী প্রার্থী মুক্তি না থাকলে আওয়ামী লীগ প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাশুরের ছেলে ছায়াদত হোসেন বকুলের বিজয়ের পথ খোলাসা হতো। তবে ছায়াদত হোসেন বকুল মনে করেন মুক্তি কোনো ফ্যাক্টর নয়। প্রধানমন্ত্রী গত ছয় বছরে পীরগঞ্জে অনেক উন্নয়ন করেছেন। ভোটাররা সঠিক মূল্যায়ন করবেন এবং আমিই বিপুল ভোটে জয়ী হব। নুর মোহাম্মদ মণ্ডল এবং মুক্তিও জয়ের ব্যাপারে আশাবাদী। চেয়ারম্যান পদে এই তিনজনই প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রসঙ্গত, অষ্টম সংসদ নির্বাচনে পীরগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মণ্ডলের কাছে পরাজিত হন শেখ হাসিনা। আবার নবম সংসদ নির্বাচনে শেখ হাসিনার কাছে বিএনপির প্রার্থী হয়ে হেরে যান নুর মোহাম্মদ মণ্ডল। দশম সংসদ নির্বাচনে শেখ হাসিনা বিজয়ী হওয়ার পর আসনটি ছেড়ে দিলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.