আমাদের কথা খুঁজে নিন

   

মেসির রেকর্ডের দিনে বার্সার হার

রিয়াল সোসিদাদের বিপক্ষে বার্সেলোনা খেলতে নামার আগেই গত শনিবার রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবূ্যতে ৩-০ গোলে হারিয়েছে এল্চেকে। রিয়ালের এই জয়ের গুরুত্ব কি বার্সেলোনা জানত ভালো করেই। তবে এই জানাটা কাজে লাগাতে পারল না কাতালানরা। রিয়াল সুসিদাদের কাছে ৩-১ গোলে হেরে গেছে বার্সেলোনা! রিয়াল-বার্সার এই জয়-পরাজয় লা লিগার চেহারাটাই বদলে দিল। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল মাদ্রিদ এখন লা লিগার শীর্ষে অবস্থান করছে।

অ্যাটলেটিকো মাদ্রিদ গত রাতে জয় পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে থাকবে রিয়াল মাদ্রিদ। মৌসুমে প্রথমবারের মতো শীর্ষে থাকার স্বাদ পেল লস ব্ল্যাঙ্কোসরা! ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। পরাজয়ের ঘটানাটা না থাকলে লিওনেল মেসির রেকর্ডটাই প্রাধান্য পাওয়ার কথা ছিল। লা লিগায় গোলদাতার তালিকায় রাউলকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন জাদুকর। ২৬৪ ম্যাচে মেসির গোল ২২৯টি।

৫৫০ ম্যাচে ২২৮ গোল করেছেন রাউল। মেসির উপরে আছেন স্প্যানিশ স্ট্রাইকার টেলমো জারা (২৫১) ও মেঙ্কিান তারকা হুগো সানচেজ (২৩৪)। চলতি মৌসুমেই মেসি হুগো সানচেজকে ছাড়িয়ে যেতে পারেন। তবে টেলমো জারাকে পেরিয়ে যাওয়ার জন্য সম্ভবত আরও একটি মৌসুম প্রয়োজন মেসির। গত শনিবার রোনালদোহীন ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক ছিলেন বেলে-ইসকুরা।

এল্চের বিপক্ষে ম্যাচে ৩৪তম মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন এসিয়ার ইল্লারামেন্ডি। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে দেন গেরেথ বেলে। এরপর ইসকু ৮১ মিনিটের গোল লস ব্ল্যাঙ্কোসদের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে। রিয়াল মাদ্রিদের জয়ের সংবাদ শুনেই খেলতে নেমেছিল বার্সেলোনা। তবে রিয়াল সুসিদাদের মাঠে কোনোভাবেই সুবিধা করতে পারেনি কাতালানরা।

আলেক্ষ সঙ ৩২তম মিনিটে আত্দঘাতী গোল করে সুসিদাদকে এগিয়ে দেওয়ার পর ম্যাচটা কাতালানদের জন্য আরও কঠিন হয়ে যায়। তবে লিওনেল মেসি ৩৬তম মিনিটে গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান। এই সমতা অবশ্য বেশিক্ষণ থাকেনি। ৫৪ মিনিটে অ্যান্টোনিও এবং ৫৯ মিনিটে জুরুতুজার গোল সুসিদাদকে ৩-১ ব্যবধানের জয় এনে দেয়।

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।