আমাদের কথা খুঁজে নিন

   

Unsupported memory Configuration!



অনেকদিন আগের পিসি হবে বোধহয়। ডেল কোম্পানির পিসি। Dell™ OptiPlex™. আমাদের পীরগঞ্জের শিক্ষা অফিসের পিসি। র‌্যাম ১জিবি। হার্ডডিক্স 250 জিবি।

আর বিশেষ কিছু জানিনা। সমস্যাটা হলো ওরা উইনডোজ সেভেন চালায়। ওদের পিসি প্রত্যেকবার অন করলে নিচের এই লেখাটা দেখায় যার আমি কিছুই বুঝিনা। র‌্যাম এর সমস্যা তো মনে হচ্ছে।


Alert! Unsupported memory configuration. Please populate DIMM1. Strike the F1 key to continue. F2 to run the setup utility press F5to run onboard diagnostics.

ওরা F1 চেপেই সবসময় পিসি অন করে।

ওদের উইনডোজ সেভেন একটিভ ছিলোনা, তাই একটিভ করে রিস্টার্ট দিছি তারপর থেকে আর অন হয়না। পিসি খুললাম। র‌্যাম খুললাম। এটা ওটা খুলে দেখলাম। কিন্তু কোন কাজ হয়না।

কারো কি এই ব্যাপারে কোন অভিজ্ঞতা আছে। কেউ কি বলতে পারবেন কি করলে এটা ঠিক হবে? আমার জানার খুবই আগ্রহ। তাই কোন মেকারের কাছে নিয়ে যাইনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.