আমাদের কথা খুঁজে নিন

   

ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইউক্রেনের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার সে দেশের অন্তর্বর্তী স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার পার্লামেন্টে এক ভোটভুটির মধ্য দিয়ে ইয়ানুকোভিচকে অপসারণের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নতুন সরকার। তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা জানা যাচ্ছে না।

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ এক ফেসবুক বার্তায় বলেন, শান্তিপূর্ণ গণসমাবেশে হামলা চালানোর দায়ে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের বিরুদ্ধে ফৌজদারি আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।

তিনি ওই বার্তায় আরও বলেছেন, ইয়ানুকোভিচকে রবিবার ক্রিমেন উপদ্বীপের বালাকলাভা এলাকায় দেখা গেছে। তবে তিনি এক সঙ্গীর সঙ্গে দ্রুত গাড়িতে করে অজ্ঞাতনামা স্থানে চলে যান। বালাকলাভা ছেড়ে যাওয়ার আগে তিনি তার নিরাপত্তা কর্মীদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন বলেও জানান আভাকভ।

আভাকোভ শনিবার ভিতালি জাখারচেনকোর স্থলাভিষিক্ত হয়েছেন। এর একদিন আগে কিয়েভের বিক্ষোভ সমাবেশে হামলা চালানোর অপরাধে বরখাস্ত করা হয় জাখারচেনকোকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।