আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তায় ট্রাকের ধাক্কায় রঞ্জু (৪০) নামে একজন রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তিনি রংপুর জেলার পীরগঞ্জের আইয়ুব আলীর ছেলে।

সকাল সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সোয়া ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই নওশাদ জানান, রঞ্জু যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী জানায়, ভোর ৬টার দিকে রঞ্জু রিকশা নিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় আসে। এ সময় পেছনে দিক থেকে একটি ট্রাক তার রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.