আমাদের কথা খুঁজে নিন

   

পদত্যাগ করছে মিশরের অন্তর্বর্তী সরকার

প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাউয়ির নেতৃত্বাধীন মিশরের অন্তর্বর্তী সরকার পদত্যাগ করছে। এরইমধ্যে মন্ত্রিসভার সদস্যরা প্রেসিডেন্ট আদলি মানসুরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রবিবার এসব পদত্যাগপত্র জমা দেয়া হয় বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের মাত্র কয়েক সপ্তাহ আগে এ ঘটনা ঘটলো। আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট নিবাচন হওয়ার কথা রয়েছে।

এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে- তিনিই হবেন মিশরের নতুন প্রেসিডেন্ট।

তবে এ নির্বাচনে লড়তে গেলে সিসিকে মন্ত্রিসভা ও সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়াতে হবে।   এ কারণে পুরো মন্ত্রিসভা পদত্যাগ করছে নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনই স্পষ্ট নয়।

গত জুলাইয়ে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর বেবলাউয়ির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। আর এর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয় জেনারেল সিসিকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.