আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙনের শব্দ শুনি

দিকে দিকে চারিদিকে
ভাঙনের শব্দ শুনি আজ। স্বপ্ন,শব্দ,কল্পনা-
মানুষের আশা আকাঙ্ক্ষারা আজ ভেঙে যায়।
ভেঙে যায় সংসার, পিতা-পুত্রের সম্পর্ক-
স্নেহময়ী মা
অতি আদরের ভাই-বোন
ভেঙে যায় মায়ার বাঁধন।
একান্নবর্তী পরিবার সেও আজ অতীত হয়ে কথা কয়।

ভাঙনের শব্দ শুনি,
দিকে দিকে চারিদিকে-
বিশ্বাস ভেঙে যায় মানুষের; ভাঙে
পাখির বাসা, লন্ডভন্ড ঝড়ে-
বাবুই পাখির বাসার মত দোলাচলে দোলে মানুষের মন।


ভাঙে মসজিদ,মন্দির,গির্জা,প্যাগোডা!
বোঝে না ওরা, তবু বোঝে না।

সবকিছু ভাঙে আজ
ভাঙে না আঁধার। আর
ভাঙে না ঘুম শুধু ঘুমন্ত এই নগরীর।
জেগে ঘুমায় যে, তার ঘুম কি ভাঙে কোনোকালে?

নদী ভাঙে তার কূল
মেঘ ভাঙে মেঘ,
রোদ ভাঙে ছায়াকে। আর মানুষ
ভাঙে তার মায়া, সকল বন্ধনের।


তবু
ভাঙে না শুধু ভুল!
ভুলগুলো সব নীরবেই রয়ে যায় গোপনে।

ভুল ভুলেই তাই কেটে গেল এ জীবন। । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।