আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ ভাঙচুর

চট্টগ্রামের ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গতকাল বিকালে সংঘর্ষ হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন পরস্পরের ওপর হামলা চালায়। এ সময় অন্তত ২০টি দোকান ও ১৫টি গাড়ি ভাঙচুর হয়েছে। সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ওয়াসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক (জিএস) আরশেদুল আলমের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। গতকাল বিকালে জিইসি মোড়ের হোটেল নিরিবিলির সামনে আরশেদের সমর্থক হালিমকে মারধর করে ওয়াসিমের লোকজন। এ খবর এমইএস কলেজে পেঁৗছলে আরশেদের লোকজন লাঠিসোঁটা নিয়ে জিইসি মোড়ে আসলে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। মারামারির একপর্যায়ে গোলপাহাড় মোড় এলাকায় পথচারী ইফতেখারকে ব্যাপক মারধর করা হয়। এরপর পাল্টাপাল্টি ধাওয়া ছড়িয়ে পড়ে জিইসি মোড়ের ইফকো কমপ্লেঙ্রে দিকে। সেখানে যানবাহন ও দোকান ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মীরা। তারা এ সময় সিঙ্গারের শোরুম, এপেঙ্রে শোরুম, সোস্যাল ইসলামী ব্যাংকসহ আশপাশের বেশ কয়েকটি দোকান ও শোরুম ভাঙচুর করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় সাধারণ মানুষ ও দোকানিরা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ এলে দুই পক্ষই এমইএস কলেজ ও আশপাশের গলিতে পালিয়ে যায়। পরে ছাত্রলীগের ভয়ে কোনো ক্ষতিগ্রস্ত দোকানি মন্তব্য করতে রাজি হননি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.