আমাদের কথা খুঁজে নিন

   

উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র: মাগুরায় ভোট চলছে, ২ জনের জেল জরিমানা

মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ বৃহস্পতিবার ভোররাতে পুলিশের চুরি হওয়া এসএমজিটি উদ্ধার হয়নি।

এ ঘটনার তাৎক্ষণিকভাবে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও সেখানে উপস্থিত আনসার সদস্যদের দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।   এছাড়া এ ঘটনায় সন্দেহভাজ বেশ কয়েকজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

এ ঘটনার পর খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে আজ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গোবরা পঞ্চপল্লী ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। একই সঙ্গে শালিখা ও মহম্মদপুরের ১০৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। যশোর মাগুরা ও নড়াইলের সীমান্তবর্তী এলাকা হওয়ায় ওই কেন্দ্রের আশপাশের বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এদিকে মাগুরার শালিখা উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে দু'জনের জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বেলা ১১টার দিকে শতখালি মহিলা মাদ্রাসা ও শতখালি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

অভিযুক্তরা হলেন- মো. শাহেদ ও মান্নান শিকদার। তাদের প্রত্যেককে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাচন আইনের ৭৪ (খ) ধারায় অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাস জেল দেওয়ার এ নির্দেশ দেন। রীতি অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা না দেওয়ায় দুজনকেই জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মাগুরার শালিখা ও মহম্মদপুরে নির্বাচন চলছে। এ নির্বাচনে মহম্মদপু উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যা পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা- ১ লাখ ৩০ হাজার ২৪৭ জন।

অন্যদিকে শলিখা উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ১১ হাজার ১৬৬ জন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.