আমাদের কথা খুঁজে নিন

   

শালিকের ফ্ল্যাটে সাবলেটঃ ঈশ্বর আঁকা এক আয়না



বই সংক্ষেপঃ
কেবল কবি হওয়ার জন্য নয় বরং যারা কবিতার বিষকামড়ে তাড়িত হন প্রতিনিয়ত, যারা মানুষের ঘুমিয়ে পড়া চেতনার দরজায় কাঠঠোকরার মত ঠক্ ঠক্ কড়া নাড়ে, যারা কবিতার হাতুড়ি দিয়ে মেঘ ভেঙে বের করে আনে রোদ্দুর, প্রচলিত চিন্তাধারার বাইরে এসে যারা পৃথিবী বদলে দেয়ার সাহস দেখায়, যারা মানুষকে দাঁড় করিয়ে দেয় ঈশ্বর আঁকা- এক অপার্থিব আয়নার সামনে ।

কবিতার প্রতি ভালবাসায় প্রতিশ্রুতিবদ্ধ এমনই একজন শ্রাবণ মুদ্রিত ভেজা কাক, শ্মশানের শেষ জন- শব্দশ্রমিক কবির ঐন্দ্রজালিক ভাবনার বিমূর্ত প্রচ্ছদ ।




লেখকঃ অনিন্দ্য অন্তর অপু


প্রচ্ছদশিল্পীঃ পিয়ালী ভূঁইয়া
ব্যাঙ্গালোর, ভারত


মুখবন্ধঃ মোহাম্মদ জমির হায়দার বাবলা


বিপণন পরিকল্পনা ও সহযোগীঃ মাহফুজুল হক শাওন


প্রকাশকঃ অন্তরের ডাক

পরিবেশনাঃ

গদ্যপদ্য (স্টল ৪৩, সোহরাওয়ার্দি উদ্যান)
সাদা কাগজ ( লিটলম্যাগ চত্বর, বাংলা একাডেমী)


বইটি রকমারি ডট কম থেকেও সংগ্রহ করা যাবে । রকমারির লিংক

কবিতার সংখ্যাঃ ৪৯ টি

পৃষ্ঠা সংখ্যাঃ ৭২

বইয়ের গায়ের দামঃ ১৬০ টাকা (২৫% কমিশনে বইমেলায় ১২০ টাকা)


শালিকের ফ্ল্যাটে সাবলেট নিয়ে কবি সুমন দাশের অনুভূতি ।

"আমরা যেখানে এখন চোখ ফেলি না, অনিয়মটাই নিয়ম ভেবে অভ্যস্ত হয়ে পড়েছি যেসকল মজ্জাগত বিচ্ছেদে, মানবিক ষোলকলা পতনে, সেসব আদি সত্য কথন ফের চোখের সামনে এনে ভাবিয়ে তুলে অপুদার কবিতা ।

এ কেবল কবিতা নয় এখানে উঁকি দিয়ে ফিরবে বহু বছরের রাত্রি শেষে নতুন সোনালি ভোর । নতুন করে ভাবতে হবে । নতুন করে ভাবাবে অনিন্দ্য অন্তর অপুর কবিতা ।

অপুদা, তোমার ভেতর জেগে থাকুক চির সবুজ প্রাণ । মানুষের চোখ ফাঁকি দিয়ে যাওয়া সঙ্কটগুলো তোমার চোখে বিঁধে থাকুক পঙতিতে ।

আমরা পড়ে নেব সেসব ক্রান্তিকাল । জেগে উঠব ফের ।

কবির জন্য সেই শুভকামনা । সফল হোক সমস্ত আয়োজন, শুভচিন্তা । "


শালিকের ফ্ল্যাটে সাবলেটঃ ঐন্দ্রজালিক ভাবনার বিমূর্ত প্রচ্ছদ ।



শালিকের ফ্ল্যাটে সাবলেটঃ মোড়ক উন্মোচন- দন্ত্যস রওশন
অনিন্দ্য অন্তর অপুর প্রকাশিত ই সাক্ষাৎকার।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.