আমাদের কথা খুঁজে নিন

   

পাজি বাঘ/পাখির ডাকে

আমরা শিখলাম, পৃথিবীর শিরায় শিরায় কত বিচ্চ্ছিরি ধূলো।

পাজি বাঘ
=============
এক দেশে এক পাজি বাঘ ছিল
লম্বায় তের হাত নাক ছিল
শখ করে বৃষ্টিতে ভিজেছিল
তাই ভোরে জ্বরে পুড়ে কাঁপছিল।

লাখে লাখে বদ্যিরা আসছিল
তেতো ঘেতো ঔষধ দিচ্ছিল
কত শত সুই গায়ে ফুরছিল
মাগো মাগো বলে পাজি কাঁদছিল।

পাখির ডাকে
==============
এই ঢাকাতে পাখির দেখা
পায়না যাওয়া বিকেল বেলা,
এই শহরে পাখির ডাকে
ঘুম ছোটেনা রোজ বিহানে।

কিন্তু তুমি গাঁয়ের ভোরে
হঠাৎ করেই চমকে যাবে
পাখির ডাকে উঠবে জেগে
থমকে গিয়ে ঘুম পালাবে।

ভোরের হাওয়া ছলকে খাবে
ফুরফুরে মন উড় বাতাসে
রঙিন ভোরের সঙিন আলো
সত্যি তোমার দুখ ভোলাবে।

বিলের ধারে শাপলা শালুক
তুলতে পার দুষ্ট ছেলে
দেখবে সেথায় লম্বা পায়ে
সরস যে চুপ মাছের খোঁজে।

রোজ সাঁজেতে পাখির সুরে
শীতল হাওয়া উছলে ওেঠ
ঘুম পাড়াবে তোমায় জেনো
রোজ সে মিঠে আদর করে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।