আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের আফগান-পরীক্ষা

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের প্রথম লড়াই শুরু হবে বেলা দুইটায়।

গত অক্টোবর-নভেম্বরে ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ দলকে নাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার সঙ্গে লড়াই। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে সব ম্যাচ হেরে যাওয়ার পর এশিয়া কাপে ভারতের কাছে ৬ উইকেটের হার স্বাগতিকদের হতাশা আরো বাড়িয়েছে।

‘মড়ার ওপর খাঁড়ার ঘা’-এর মতো কয়েক জন তারকার অনুপস্থিতি দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।



চোটের কারণে তামিম ইকবাল এশিয়া কাপের দলে নেই। নিষেধাজ্ঞার কবলে পড়া সাকিব আল হাসানকে আফগানিস্তান ম্যাচ পর‌্যন্ত মাঠের বাইরে থাকতে হবে।

ক্যারিয়ারের প্রায় শুরু থেকে চোটের সঙ্গে লড়াই করে চলা মাশরাফি বিন মুর্তজার এশিয়া কাপ শেষ। কাঁধের চোটের জন্য অধিনায়ক মুশফিকুর রহিমের শনিবার মাঠে নামা অনিশ্চিত।

তাই একাদশ গড়াই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য।



মাশরাফির জায়গায় শফিউল ইসলাম সুযোগ পেলেও প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়ে দিয়েছেন, শনিবার তার খেলার সম্ভাবনা নেই।

“দলে এসেই খেলা কঠিন হবে শফিউলের জন্য। ১৫ জনের স্কোয়াড হলেও সাকিবের নিষেধাজ্ঞা এখনো শেষ হয়নি। কাল বাকি ১৩ জন থেকেই আমাদের দল গড়তে হবে। খেলোয়াড়দের প্রতি আমার আহ্বান, যে দলই হোক তারা যেন নিজেদের সেরাটা ঢেলে দেয়।



মুশফিক না খেললে তার জায়গায় একমাত্র বিকল্প ইমরুল কায়েস। মুশফিকের অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে পারেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। মাশরাফির জায়গায় পেসার আল-আমিন হোসেনের ফেরা প্রায় নিশ্চিত।

আগামী ১৬ মার্চ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। আগামী বছর অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও দুই দল একই গ্রুপে পড়েছে।



আফগানিস্তানের কোচ কবির খানের ভাবনায় অবশ্য শুধুই টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

“টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নিয়ে আমরা ভাবছি। পরের রাউন্ডে যেতে হলে ওদেরকে হারাতেই হবে। আমরা ওদের চাপের মধ্যে রাখতে চাই। ”

শুক্রবারের ম্যাচের জন্য পাকিস্তানের বিপক্ষে পেসার হামিদ হাসানকে বিশ্রাম দেয়া হয়েছিল।

আফগানিস্তানের বিপক্ষে এর আগে একবারই খেলেছিল বাংলাদেশ। ২০১০ সালের এশিয়া গেমস ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের সোনা জয়ে সবচেয়ে বড় বাধা ছিলেন এই হাসান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.