আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেসে দিয়ে তৈরি করুন ফেইসবুকের মত সোস্যল নেটওয়ার্কিং সাইট

Ads by Techtunes - tAds

ওয়ার্ডপ্রেসে দিয়ে তৈরি করুন আপনার এলাকা ভিত্তিক বা স্কুল , সংগঠন  বা গ্রুপ ভিত্তিক সাইট । আমরা ফেইসবুকে দেখি মতের অমিল হলেই বল্ক ব্যবহার চলে । আপনার কষ্টের লেখা রিপোর্ট করে রিমুভ করা নাই । এবার আপনি নিজেই তৈরি করুন সোস্যল সাইট যেখানে আপনি হবেন কর্তৃপক্ষ বা মডারেটর । যেখানে প্রবেশ অধিকার থাকবে শুধু আপনার ভক্তের বা আপনার এলাকার ছেলে বা আপনার সংগঠনের ই কেউ ।

  তাহলে চলুন শুরু করি ।    এর জন্য প্রথমেই আপনার যা যা লাগবে  তার মধ্যে হল একটা ইন্সটলেড ওয়ার্ডপ্রেসে সাইট ।   ধরে নিচ্ছি আপনার করে ফেলেছেন বা আপনার আছে ।   এবার BuddyPress  নামের এই প্লাগিনটি ডাউন লোড করে ফেলুন । বা আপনার প্লাগিন অপশনে ইয়ে এড নিউ এই খানে সার্চ অপশনে BuddyPress লিখে সার্চ দিন।

BuddyPress Download

এবার প্লাগিন একটিভ করে , setting >Buddypress যান ।   নিচের ছবির মত সব অপশন পাবেন ।  

এবার আপনি যে যে ফিচার চান সেটা একটিভ করে দিন।   আমার কথা হলে সোস্যল নেটওয়ার্কের জন্য যা যা লাগে সব আনতে সব অপশনই একটিভ করা ঠিক হবে ।

এবার এইখান হতে এই থিমটি ডাউনলোড করে নিন



ibuddy Theme

এইবার  থিমটি একটিভ  করুন ।   তারপর Appearance > Theme Option যান ।   তারপর Advanced setting গিয়ে দুইটি অপশনেই ঠিক চিন্হ দিয়ে সেভ করুন ।   যাতে রেজিস্টার কৃত ইউজার ছাড়া আর কেউ মুল সাইটে প্রবেশ করতে না পারে ।    যেন সাইটে প্রবেশ করতে অবশ্যই লগইন করতে হয়ে ।

এবার Pages > Add New তে যান।    Name  লিখুন হোম । এবার Template হতে Home সিলেক্ট করে দিন।    এবার পাবলিস করুন ।

এবার setting >Reading যান ।

  Front page displays অপশনে হতে A static page (select below) সিলেক্ট করুন ।   নিচে Front page: হতে হোম পেজটি সিলেক্ট করে দিন ।

ব্যস হয়ে গেল সোস্যল নেটওয়াকিং সাইট ।   চাইলে আপনি সাইটকে আরো ডেভেলপ করতে পারেন । ধরুন আপনার সংগঠনের ফরম নাম্বার সব সদস্যের প্রফোইলে থাকবে এর জন্য আপনার একটা ফিল্ড দরকার ।

এইটাও আপনি কাস্টমাইজ করতে পারেন ইউজার ফ্রোফাইল ফিল্ড হতে ।

প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম ফ্রিতে পেতে এইখানে কিল্ক করুন ।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.