আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার যতিচিহ্ন

ভালোবাসার যতিচিহ্ন - যাযাবর জীবন আমায় ছেড়ে জড়িয়ে থাকিস তাকে আষ্টেপৃষ্ঠে সারাটা ক্ষণ; বড্ড হিংসে হয় আমার তুই যেন বুঝেও বুঝিস না মুচকি হাসি দিয়ে আমায় ছেড়ে জড়িয়ে রাখিস তারে যেন আমাকে হিংসার অনলে পোড়াতে হায় রে মানবীর মন? আমি কোন ছাড়! বোঝেনি ওপরওয়ালাও যখন। এক এক সময় মনে হয় পারতেম যদি তাকে পুড়িয়ে দিতে আগুন জ্বালিয়ে কিংবা ধ্বংস করে চিরতরে তবে সেদিন হয়তো শান্তি মিলতো আমার একটুখানি মনের ঘরে; অন্তত সে তো তোকে জড়িয়ে ধরতে পারত না আমারই চোখের সামনে কিংবা বাঁধা হতে পারত না আমার দুজনার মাঝে সারাটা ক্ষণ দুজনার মাঝে ভালোবাসার যতিচিহ্ন হয়ে। প্রায়ঃশই আমাদের মধ্যে যখন শারীরিক ভালোবাসাবাসি গুলোর মুহূর্ত নিবিড় হতে চাওয়া একে অপরের সাথে ঠিক তখনই বাঁধা পাই মনে; যেন আড়াল করে রাখতে চায় তোকে আমার থেকে সরিয়ে অনেক দূরে। ভালো লাগে না প্রতিনিয়ত আমাদের দুজনার মাঝের যতিচিহ্ন হয়ে থাকা আর অপলক চোখে দেখা আষ্টেপৃষ্ঠে তোকে জড়িয়ে থাকতে; হিংসায় জ্বলে পুড়ে মরি কেন যে আমিও পারি না ঠিক তারই মতন সর্বক্ষণ তোকে জড়িয়ে ধরে রাখতে। একদিন ঠিক দেখিস তাকে আমি ধ্বংস করে দেব চিরকালের মতন আগুনে পুড়িয়ে সারাটা ক্ষণ তোকে জড়িয়ে রাখা তোর পরনের “শাড়ি” টারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.