আমাদের কথা খুঁজে নিন

   

জামাত পুনর্বাসিত হচ্ছে বাংলার মাটিতে, এবার আওয়ামীলীগ আর আমেরিকার হাত ধরে ।

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

আমেরিকা বিশ্বব্যাপী মুসলিম নিধনের জন্য একদল 'মডারেট মুসলিম' খুজে বের করে নিজেদের তাবেদারীর জন্য । আর এই তাবেদারদের প্রমোট করে বিভিন্ন ক্ষমতাধর স্হানে বসিয়ে তাদেরকেই বানায় মুসলমানদের 'একমাত্র বৈধ' প্রতিনিধি !

বাংলাদেশের আমেরিকা বান্ধব আদর্শ মডারেট মুসলমান জামাত । ৭১ -এ লক্ষ লক্ষ মানুষ খুন -ধর্ষণ কর্মে অনুতপ্ত নয় যে জামাত, স্বাধীন বাংলাদেশের মাটিতে বসে, লোকদেখনোর জন্য হলেও , মাত্র একবারের জন্যও , ক্ষমা প্রার্থণা তো দূরের কথা, দু:খ প্রকাশও করেনি যে জামাত, তারা মার্কিন দুতাবেসের গাড়ী ভংগের জন্য ক্ষমা প্রার্থণার পাশাপাশি ক্ষতিপূরণ দিতেও তৈরী !

দেশের মুসলমানরা তাদের ধর্মীয় আবেগ প্রকাশ করার জন্য মডারেট মুসলিমদের নেতা হিসেবে না পেলে, কথা বলবে মোল্লা ওমার অথবা বিন লাদেনের ভাষায় , সেটা আমেরিকার জন্য খুব একটা সুখকর না !

এদেশের সংখা গড়িষ্ঠ জন গনের সমর্থণ বিএনপি + জামাতের সাথে থাকার পরও এবারের নির্বাচণে আওয়ামীলীগকে ক্ষমতাসীন করা গনতান্ত্রিক প্র্যাকটিসের খেলাফ । গণতন্ত্র রক্ষার জন্য না, বরং বিশ্ব ব্যাপী মার্কিন বিদ্বেষকে প্রতিহত করার অভিপ্রায়ে আমেরিকা এ জাতীয় নির্বাচণ পদ্ধতির সাথে তাদের সমর্থণ দেখতে চায় না, লোক দেখনো - ছেলে ভুলানো হলেও এর বিপক্ষে বাত -চিত করে । জবরদস্তী করে মোশারফকে দিয়ে পাকিস্তান, মোবারক দিয়ে মিশর , সেকুলার দিয়ে তুর্কি দখল করার দীর্ঘ মেয়াদী ফল সে সব দেশে ব্যাপক মার্কিন বিদ্বেষ ছাড়া আর কিছুই নয় ।

যার ফল আন্তর্জাতিক রাজনৈতিক অংগনে মার্কিনীদের বিপক্ষেই যায় । তাই এ সব দবরদস্তী মুলক সিলেকশন-ইলেকশনে মার্কিণীরা আর সরাসরি নিজেদের সংশ্লিষ্টতা দেখতে চায় না!

ভারতের কথা আলাদা । দেশের ভিতরে বাইরে কাশ্মীর - সিকিমে তারা ভাবমুর্তি জন সমর্থণের খুব একটা কেয়ার করেনা, বল যার আইন তার নীতিতেই তারা বিশ্বাসী! তাই সিলেকশন-ইলেকশন কোন কিছুতেই দাদাদের অরুচী নেই । কিন্তু ঝামেলা হচ্ছে জামাতকে নিয়ে ।

ফাকি পুত্র মৌদুদী- জামাত ভারতের চির শত্রু , অন্য দিকে মার্কিনীডের পরম বন্ধু ! তাই ভারত মার্কিন দরকষাকষির লেনদেনের কারেন্সী এখন জামাত ।

ভারত মাতার আশীর্বাদ নিয়ে সোনার বাংলা যদি সোনার ছেলেদের দখলে থাকে, তবে মার্কিনীা আপত্তি করবে না কেবল তখনই যদি তাদের মডারেট সন্তানেরা নিরাপদে থাকে ।

জাতীয় নির্বাচন আর উপজেলায় এমন কিছুই তো আমার দেখলাম, কি বলেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.