আমাদের কথা খুঁজে নিন

   

মাগুরায় আটক যুবক বন্দুকযুদ্ধে নিহত

জেলার শালিখা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে পুলিশের অস্ত্র চুরির ঘটনায় আটক রাজিব বিশ্বাস রাজু (৩০) শনিবার মধ্যরাতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, পুলিশের একটি এসএমজি চুরির ঘটনায় শনিবার দুপুরে তাকে আটক করে শালিখা থানা পুলিশ। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক চুরি যাওয়া এসএমজিটি উদ্ধার হয়। ওই দিন রাত সাড়ে ৩টার দিকে শালিখা পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক একই উপজেলার গোবরা এলাকার একটি বাগানে আরও অস্ত্র উদ্ধারে যায়। এ সময় সেখানে থাকা রাজু বাহিনীর সদস্যরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে সেখানে রাজু বন্দুক যুদ্ধে নিহত হন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ছুরি উদ্ধার হয়েছে। রাজু শালিখা উপজেলার হরিষপুর গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে। তার নামে ডাকাতি ও সন্ত্রাসের অভিযোগে ৮টি মামলা আছে। তিনি আদালতের রায়ে সাজাপ্রাপ্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে শালিখার গোবরা পঞ্চপল্লী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তিনি পুলিশের এসএমজিটি চুরি করেছিলেন। শনিবার তাকে আটক করলে পুলিশি জিজ্ঞাসাবাদে ওই চুরির ঘটনা স্বীকার করেন। পরে রাজুর স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ির পাশর্্ববর্তী একটি বাগান থেকে এসএমজিটি উদ্ধার হয়। রাজুর লাশ সদর হাসপাতাল মর্গে আনা হলে সেখানে তার কোনো আত্দীয়স্বজনকে দেখা যায়নি। পোস্টমর্টেম শেষে পুলিশ হাসপাতাল থেকে লাশ তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.