আমাদের কথা খুঁজে নিন

   

উল্লাপাড়ায় স্থগিত দুই কেন্দ্রে ভোট আজ

ব্যালট পেপার ছিনতাই, অগি্নসংযোগ ও জালভোট দেওয়ার কারণে উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চেয়ারম্যান পদে স্থগিত হওয়া দুটি কেন্দ্রের নির্বাচন আজ।

সহকারী রিটার্নিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম আলম জানান, ১৯ ফেব্রুয়ারির নির্বাচনে স্থগিত হওয়া সরকারি আকবর আলী কলেজ ও সলপ ইউনিয়নের নলসন্ধ্যা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটিতে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে কেন্দ্র দুটিতে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, শতাধিক র্যাব-পুলিশ-বিজিবি ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, ১২১টি কেন্দ্রের মধ্যে ১১৯টির ফলাফলে আ.লীগ সমর্থিত অ্যাড. মারুফ-বিন-হাবিব ২ হাজার ৬৯১ ভোটে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৮৫ হাজার ৩১০ ভোট এবং বিএনপি প্রার্থী অ্যাড. শামসুল হক পেয়েছেন ৮২ হাজার ৬১৯ ভোট। আর স্থগিত হওয়া কেন্দ্র দুটির ভোট সংখ্যা ৭২৮৭।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.