আমাদের কথা খুঁজে নিন

   

সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএ

বিএনপি গঠিত নাগরিক তদন্ত কমিটির প্রধান ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদসচিব এ এস এম আব্দুল হালিম বলেছেন, সহিংসতার ঘটনায় জামায়াত-বিএনপি বা আওয়ামী লীগ যে দলেরই মানুষ জড়িত থাকবে তাদের সবাইকেই খুঁজে বের করতে হবে। বিএনপি চায় না দেশের কোনো মানুষ অত্যাচারিত বা নির্যাতিত হোক। তারা সবসময় অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে। গতকাল দুপুরে নীলফামারীর রামগঞ্জ ও লক্ষিচাপে রাজনৈতিক সহিংসতায় নিহত পরিবার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। গতকাল দুপুরে প্রথমে আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার ঘটনা মামলার প্রধান আসামি নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে গিয়ে তার মা, স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। এরপর কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত লক্ষিচাপ ইউনিয়নের কাঁচারী বাজারে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা। এরপর তারা নূরের গাড়িবহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা খোরশেদ চৌধুরী হত্যা মামলার চার নম্বর আসামি আতিকুর রহমান আতিকের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এর আগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তদন্ত দলের সদস্যরা। সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সন্ধ্যায় নীলফামারী জেলা বিএনপির সদস্যসচিব শামসুজ্জামান জামানের বাসায় সাংবাদিকদের সঙ্গে সন্ধ্যায় তদন্ত কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ফেরার পথে রামগঞ্জে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের হামলার শিকার হন আসাদুজ্জামান নূর। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা এগিয়ে এলে সংঘর্ষ বাধে।

এতে চার আওয়ামী লীগ কর্মীসহ পাঁচজন মারা যান। ঘটনার পর আসাদুজ্জামান নূরের উপর হামলা ও আওয়ামী লীগ নেতা খোরশেদ চৌধুরীর হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়। নূরের গাড়িবহরে হামলার প্রধান আসামি বিএনপি নেতা গোলাম রব্বানীর লাশ ১৮ জানুয়ারি ও আওয়ামী লীগ নেতা খোরশেদ চৌধুরী হত্যা মামলার চার নম্বর আসামি ছাত্রদল নেতা আতিকুর রহমান আতিকের লাশ ২০ জানুয়ারি উদ্ধার করে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.