আমাদের কথা খুঁজে নিন

   

বিএসএফের গুলিতে নওগাঁ ও কুড়িগ্রামে দুজনেø

গতকাল নওগাঁয় বিএসএফের গুলিতে এক গরু ব্যবসায়ী ও কুড়িগ্রামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী দাবি করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নওগাঁ : নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্তে বিএসএফ এক গরু ব্যবসায়ীকে হত্যা করে ভারতে নিয়ে গেছে বলে এলাকাবাসী দাবি করছে। এদিকে উপজেলার চকিলাম সীমান্ত ফাঁড়ির বিজিবি ১৩টি গরুসহ দুজন গরু ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়। তারা হলেন জয়পুরহাট সদর উপজেলার ধলাহার দড়িপাড়া গ্রামের আবদুল আউয়ালের ছেলে একলাছ উদ্দিন (২১) ও একই গ্রামের মৃত আবদুর রউফের ছেলে রাজু আহম্মেদ (১৮)। উপজেলার চকশবদল গ্রামবাসী জানায়, ভোরে তারা গুলির শব্দ শোনেন। তবে গ্রামবাসী দাবি করেছেন, বিএসএফ গুলি করে একজন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যা করে ভারতে নিয়ে গেছে। তবে বিজিবি কর্তৃপক্ষ বলছে, হত্যার কোনো ঘটনা ঘটেনি, তবে পটকার শব্দ পাওয়া গেছে। এ বিষয়ে বিজিবির চকিলাম ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম বলেন, ফাঁদ পেতে জীবনের ঝুঁকি নিয়ে গরুসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি টর্চলাইট, একটি ভারতীয়সহ চারটি বাংলাদেশি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবক মুকুল মিয়ার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতের যে কোনো সময় ভারতীয় ভূখণ্ডে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। গতকাল বিকাল ৩টার দিকে সর্বশেষ খবর পাওয়া যায়, লাশ হস্তান্তরের জন্য বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জোর চেষ্টা চলছে। বিজিবি ও এলাকাবাসী জানায়, শনিবার ভোরে ফুলবাড়ী উপজেলার খালিসা কোটাল সীমান্তের ৯৩৪ নম্বর পিলারের কাছে বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে গেলে ভারতের বাসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মুকুল মিয়া (২৮) গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বিএসএফ তাকে ধরে নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। এ ব্যাপারে কুড়িগ্রামের ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, মুকুল মিয়ার লাশ ফেরতের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.