আমাদের কথা খুঁজে নিন

   

এটিএন বাংলাকে ১১ পদাতিকের সম্মাননা

বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হলো দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলাকে। গত ২৭ ফেব্রুয়ারি বগুড়া ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও এটিএন বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল একেএম আবদুল্লাহিল বাকী এনডিইউ, পিএসসি।অনুষ্ঠানে ১১ পদাতিক ডিভিশনের জিওসি, একেএম আবদুল্লাহিল বাকী এনডিইউ, পিএসসি, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ছাড়াও এটিএন বাংলার পরিচালক মনিরুল ইসলাম, পরিচালক রুকসানা কবীর কাকলী, উপদেষ্টা (বিওবি) এম শামসুল হুদা, উপদেষ্টা (প্রশাসন ও মানবসম্পদ) মীর মো. মোতাহার হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.