আমাদের কথা খুঁজে নিন

   

অবৈতনিক ঈশ্বর ও অন্যান্য

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম



#
এর আগে তুমি বলোনি,
কান্নাকে অলংকৃত করতেই চোখের দু’ধারে কাজলের আল্পনা আঁকা হয়!
কাজলের রঙে রাঙানো দু-ধারে হীরের মতো তোমার অশ্রুনদী-
কপোলে তোলে মেঘরঙা নদীপথ।



#
বিতিকিচ্ছি জীবন হয় কারো কারো
কোকিলের মতো সৌন্দর্য নিয়ে মুখরা উপহাস
রাত্রিবিধুর বৈঠকে স্বপ্ন ভাঙে ঠাস ঠাস।




#
অবৈতনিক ঈশ্বর রোজ রাতদিন লক্ষ রেখে যাচ্ছেন
শুধু কপালে হাত ছুয়ে যাই যখন দোরগোড়ায় বিপদ নাচে;
আনন্দখামে অবৈতনিক ব্যক্তিটির ঠায় নেই!
যবনিকায় ম্লানিমা দেখিয়ে
আমরাই যম আমরাই সব।



#
কাদা ছোড়াছুড়ি এখানেও!
শব্দচূড়ের গলায় উপহাসের ঝাঁপি;
অবহেলায় মধুমক্ষিকা ক্রমশই হ্রাস পাচ্ছে।
মধ্যাঙ্গুলির হিংসাদ্বেষ ছেড়ে-
স্ফুরিত হয়ে ভালোবেসে গেলে কি দোষ তাতে?
এসো-
সব খেদ পুড়িয়ে দিয়ে সঞ্জীবনী ঢেলে দেই;
চলো এইসব নগরে আবারো জাগি দ্বিগবলয় মাঝে।




======================================

[প্রকাশকাল]
দুই মার্চ দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ
সুসঙ্গ দূর্গাপুর_উইলকিংসন রোড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।