আমাদের কথা খুঁজে নিন

   

দিনদুপুরে রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

রাজধানীর কদমতলীর আলমবাগ মদিনা মসজিদ এলাকায় দিনেদুপুরে র্যাবের সঙ্গে অপহরণকারীদের বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন র্যাবের তিন সদস্য। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনায় নিহতরা হলেন- মো. ওয়াসিম (৫০) ও সংগ্রাম চৌধুরী (৪৫)। গুলিবিদ্ধ অবস্থায় তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর মেজর তৌফিকুল বারীর নেতৃত্বে একটি দল মদিনা মসজিদ এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র্যাব।

এ সময় র্যাব অপহরণকারীদের হামলার শিকার হলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অপহৃত আক্তার হোসেন (৪২), জনি (৩৫), রানা (১৮) ও জাহাঙ্গীরসহ (২৮) তিনটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র্যাব-১০ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার জানান, কদমতলীর একটি বাড়ির চিলেকোঠায় অপহরণকারীরা কয়েকজনকে অপহরণ করে এনে নির্যাতন চালাচ্ছেন- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। বিষয়টি অাঁচ করতে পেরে অপহরণকারীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়।

গোলাগুলির মধ্যে দুই অপহরণকারী এবং তিন র্যাব সদস্য আহত হন। র্যাব সূত্র জানায়, নিহত ওয়াসিমের নেতৃত্বে একটি অপহরণকারী চক্র রাজধানী ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন বয়সীদের অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করত। এ জন্য তার ১৫-২০ জনের একটি গ্রুপ রয়েছে। তারা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অভিযান চালাত। অপহৃত ব্যক্তিদের ওয়াসিম তার বাসায় আটকে বৈদ্যুতিক শকসহ বিভিন্ন কায়দায় অমানুষিক নির্যাতন চালাত বলে অভিযোগ পাওয়া গেছে।

র্যাব জানায়, গত ১ ফেব্রুয়ারি কদমতলী সানারপাড় থেকে আক্তার হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে অপহরণ করে এই চক্র। আক্তার পেশায় গাড়ি চালক। পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করে ওয়াসিম। দাবিকৃত টাকা না দেওয়ায় গত এক মাস ধরে আক্তারের ওপর চলে অমানুষিক নির্যাতন। গত রবিবার বিকালে জনি হককে (৩৫) শনিরআখড়ার সাইনবোর্ড ও ফিল্টার পানির ব্যবসায়ী রানা আহমেদকে (১৮) আশুলিয়া এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে আসে ওয়াসিম গ্রুপের সদস্যরা।

একই দিনে গাড়ি চালক জাহাঙ্গীর আলমকেও (২৮) আশুলিয়া জিরাবো এলাকা থেকে অপহরণ করে এনে অমানুষিক নির্যাতন চালায় এ চক্রটি। বিভিন্ন সূত্রে জানা গেছে, বন্দুকযুদ্ধে নিহত ওয়াসিম কেরানীগঞ্জের চাঞ্চল্যকর পরাগ মণ্ডল অপহরণ মামলার চার্জশিটভুক্ত আসামি এবং কদমতলী থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাজিদুল হাসান সাজু হত্যার খুনিদের অন্যতম একজন। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ, সূত্রাপুর ও কদমতলী এলাকায় হত্যা, অস্ত্র, দ্রুতবিচার, অপহরণসহ মোট ১১টি মামলা রয়েছে। তার বাবার নাম সোনা মিয়া।

সাভারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত : সাভারে কথিত বন্দুকযুদ্ধে এক 'ডাকাতের' মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপককুমার সাহা জানান, রবিবার গভীর রাতে সাভারের রাজফুলবাড়িয়ার হারাননগরে পুলিশ টাউনের সামনে এ ঘটনায় 'ডাকাতদের' ছোড়া হাতবোমায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহতের নাম জানাতে না পারলেও তার বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছেন পরিদর্শক দীপক। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাপাতি, একটি রামদা, একটি হাতবোমা ও একটি টর্চলাইট উদ্ধার করেছে। দীপককুমার বলেন, 'রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ বিষয়টি বুঝতে পেরে এগিয়ে গেলে ডাকাতরা হাতবোমা ফাটায় ও গুলি ছোড়ে।

' এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক 'ডাকাত সদস্য' নিহত হন বলে জানান তিনি। দীপক জানান, বোমায় আহত এসআই রফিকুল ইসলামকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম।

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।