আমাদের কথা খুঁজে নিন

   

মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-২৩] :: পাইথনের কোড এন্ড্রয়েডে রান করানো ও সাথে একটা দারুন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এর প্রোগ্রাম

সুপ্রিয় টেকটিউননসের সবাইকে জানাই শুভেচ্ছা । আশা করি সবাই ভাল আছেন । । আজ আমি আপনাদের ২ টা জিনিস দেখাব । একটা হল , এন্ড্রয়েডে পাইথন কোড রান করানো ।

  পরবর্তীতে দেখাব খুলনা বিশ্ববিদ্যালয়ের সিট প্লান এর একটা সফটওয়্যার । তাহলে প্রথমে আসি এন্ড্রয়েড এ ব্যাপারে ।
প্রথমে আপনারা এন্ড্রয়েডের জন্য এইখান থেকে S4LA এ্যাপ টা ডাউনলোড করুন । তারপর এটা ইনস্টল দিন আপনার এন্ড্রয়েড সেটে । তারপর এটা ওপেন করুন ।

ফলে আপনি নীচের মত একটা চিত্র দেখতে পাবেন ।

এখান থেকে একস্পেপ্ট চাপুন । ফলে আপনি নীচের মত একটা দৃশ্য দেখতে পাবেন ।

এখানে ভিউ তে ক্লিক করে ইন্টারপ্রেটর সিলেক্ট করুন । তারপর নীচের মত করে শেল সিলেক্ট করুন ।




ফলে আপনাদের সামনে নীচের মত একটা উইন্ডো আসবে ।

এখানে আপনাদের ২ টি কোড টাইপ করতে হবে । প্রথমে লিখুন : echo $PATH   ।
তারপর টাইপ করুন : $TOP ।
তারপর নীচের চিত্রে মত কিছু ঘটনা আপনাদের সামনে ঘটতে থাকবে ।



তারপর আপনি ওই ওপ্লিকেশন থেকে এক্সিট করে বের হয়ে আসুন । বুঝতে না পারলে নীচের চিত্রের মত করুন ।

এরপর আবার এস৪এল এ তে প্রবেশ করুন । তারপর ইন্টারপ্রেটর স্ক্রীন এড এ গিয়ে থেকে পাইথন ২.৬.২ সিলেক্ট করুন । বুঝতে না পারলে নচের ছবি ফলো করুন ।



এরপর এটি নীচের চিত্র  এর মত পাইথন ফর এন্ড্রয়েড ডাউনলোড করবে । তারপর ডাউনলো হলে এপ টা ইনস্টল করে ফেলুন ।

তারপর ওইখান থেকে নীচের চিত্রের মত করে ইনস্টল বাটনে চাপ দিন ।

ফলে পাইথন তার কাজের জন্য প্রয়োজনয়ি সব ফাইল নামিয়ে নিবে । এটা একটু সময় নিতে পারে ।



সব ডাউনলোড শেষ হলে এটা আপনার সামনে এমন একটা স্ক্রীন এনে হাজির করবে ।

এখান থেকে বেরিয়ে আসুন । তারপর এস ৪ এল এ তে ঢুকুন । এখানে থেকে পাইথন ইন্টারপ্রেটর সিলেক্ট করুন ।

তারপর আপনার সামনে এমন একটা স্ক্রীন আসবে ।



এখানে কোডিং শুরু করে দিন ।
আপনি কোন নিউ উইন্ডো নিতে চাইলে ইন্টারপ্রেটর ওপেন করে “ এড “ এ ক্লিক করুন । ফলে নিউ উইন্ডো পাবেন কোড লেখার জন্য । এখানে কোডিং শুরু করে দিন । অথবা কোন স্থান থেকে কোড কপি করে এনে পেষ্ট করুন ।

তারপর রান বাটন চেপে কোডগুলো রান করান । আর এন্ড্রয়েড ডেভলপমেন্টের জন্য গুগলে পাইথন এন্ড্রয়েড মডিইল টিউটোরিয়াল বলে সার্চ দিয়ে এ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন ।
এটার সেটিংসের মধ্যে গিয়ে ফন্টগুলো একটু বড় করে নিন । মানে আপনার ইচ্ছামত কাষ্টমাইজ করে নিন ।
এবার আসি খুলনা বিশ্ববিদ্যালয়ের এডমিশনের সিট প্লান এর জন্য তৈরী আমার এ্যাপ এর বিষয়ে ।

এটা মূলত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহ তৈরী । কিন্তু আপনাদের এই টা তৈরী করতে হলে এখান থেকে PILLOW নামের মডিউলটা নামিয়ে নিতে হবে ও ইনস্টল করে নিতে হবে ।  নীচে এই এ্যাপ এর কোড টা দেখুন । আসলে আমি পুরো কোড না দিয়ে জাস্ট একটা স্যাম্পল দিচ্ছি ।
আর কোড টা করা কিন্তু পাইথন ২.৭ এ ।


আমরা প্রথমে ২ টি ফাংশন তৈরী করেছি । একটা ইমেজ সো করার জন্য । আরেকটা হল এন্ট্রি বক্সের ডাটা প্রসেসিং এর জন্য । তারপর আমরা দুটি ফাংশন দুটি বাটনে কমান্ড হিসেবে দিয়ে দিয়েছি । তারপর আমাদের কোডটি রান করালে এমন একটা ইন্টারফেস এসেছে ।


আর যে ইমেজ ইউজ করবেন তা অবশ্যই প্রোগ্রাম এর ডাইরেক্টরিতে রাখবেন কিন্তু । না হলে প্রোগ্রাম চলবে না ।
এভাবে আপনারা ইফ ও এলিফ স্টেটমেন্ট অনেক করে দিয়ে সত্যি সত্যি একটা সিট প্লান বা এই জাতীয় কোন সফটওয়্যার তৈরী করে ফেলতে পারেন আপনাদের কাজের জন্য । আপনারা ইফ স্টেটমেন্টে নতুন উইন্ডো না এনে একটা পপ আপ উইন্ডো ও সো করাতে পারেন ।

এই হল আজকের পাইথন প্রোগ্রমিং এর পর্ব ।

ভাল লাগলে একটু কষ্ট করে কমেন্ট করার চেষ্টা করবেন ।
আর একটা কথা , প্রোগ্রামিং কিন্তু আপনারা বেশ শিখে ফেলেছেন ।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.