আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেন ইস্যুতে স্থগিত রুশ-মার্কিন বাণিজ্য বৈঠক

ইউক্রেন ইস্যু ঘিরে সংকটের জের এবার পড়ল যুক্তরাষ্ট্র-রাশিয়া বাণিজ্যিক সম্পর্কের উপর। ইউক্রেনে রুশ হস্তক্ষেপের প্রতিবাদে দ্বিপাক্ষিক বাণিজ্য ও লগ্নি আলোচনা স্থগিত করেছে ওবামা প্রশাসন। মার্কিন প্রশাসনের শীর্ষ এক আধিকারিক সোমবার একথা জানান।
 
ইউএস ট্রেড রেপ্রিজেনটিটিভ অফিসের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘দ্বিপাক্ষিক শিল্প  ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। আমরা আসন্ন দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
 
ইউক্রেনকে ঘিরে রুশ-মার্কিন সম্পর্কের তিক্ততার পরিপ্রেক্ষিতে এদিন শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ওবামা। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
 
এদিকে, মার্কিন প্রশাসনের প্রবল আক্রমণের মুখেও ইউক্রেন নীতিতে কোনো পরিবর্তনে রাজি নয় রাশিয়া সরকার। ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউক্রেন সীমান্তে মস্কো সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.