আমাদের কথা খুঁজে নিন

   

রাজাপুরে হিন্দু বাড়িতে হামলা অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর

ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক হিন্দুবাড়িতে হামলা ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এক যুবলীগ নেতা ও তার সন্ত্রাসী বাহিনী।

আজ বেলা পৌনে ১১ টার দিকে উপজেলার শুক্তাগড় গ্রামের বিশ্বাসবাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী-শিশুসহ ৫ জন আহত হয়েছে।

পুলিশ এ ঘটনার সাথে জড়িত শুক্তাগড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সিদ্দিক মিয়া (৪৫) ও বরিশালের দক্ষিন আলেকান্দার লাভলু খানের ছেলে লিমন হোসেন (২৫) নামে দুই জনকে আটক করেছে। আহতরা হল- গোপাল বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২৫), তার স্ত্রী মঞ্জু রানি (৩৫), সুবাস চন্দ্র বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (৩০), নয়নের শিশু মেয়ে সুপ্রিয়া (৮)।

আহতদের মধ্যে মঞ্জু রানি ও সাগর  রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।

নয়ন বিশ্বাস জানান, তার কাকা অমূল্য বিশ্বাস স্থানীয় যুবলীগ নেতা সিদ্দিক মিয়ার পিতা খালেক মিয়ার কাছে ২৪ কাঠা জমি বিক্রি করে তা বুঝিয়ে দেয়। কিন্তু বাড়ি ও মন্দিরের মধ্যে তাদের জমি রয়েছে বলে দাবি করে আজ সকালে সিদ্দিক মিয়া তার ৫০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী অস্ত্র ও লাঠিছোটা নিয়ে এসে হামলা চালায় সবকিছু তছনছ করে দেয়।

নয়ন বিশ্বাস আরও জানান, এ সময় তারা মন্দিরে হামলা চালিয়ে মন্দিরের কালি, মনষাসহ ৫টি প্রতীমা ভাংচুর করে ও গোয়াল ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং ঘরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগদ ৮০ হাজার টাকা, সোনার চেইন ও আংটিসহ মালপত্র লুটপাট করে এবং আমাদেরকেও মারধর করে।

তাদের হাত থেকে আমার ছোট শিশু সন্তান সুপ্রিয়াও রক্ষা পায়নি। সিদ্দিকের ভাড়াটিয়া সন্ত্রাসীরা বাড়িঘরেও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে।

এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিক মিয়া দাবি করে জানান, মন্দির নির্মান করে তার জমি দখল করলে তিনি তার লোকজন নিয়ে পুনরায় ওই জমি দখল নিতে গেলে ঘটনার সূত্রপাত ঘটে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধাওয়া করে সিদ্দিকসহ দুই জনকে আটক করেছে।

জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.