আমাদের কথা খুঁজে নিন

   

মনের ঘরে আলো জেলে এক দুষ্ট বাস করে

নিশীথে একা বসে
মন আমার বেজায় নাচে
ওই আমার দুষ্ট মনরে
কই যাস বার বার ছুটে

বয়স কি আর কম হলোরে
এইবার একটু লাগাম দেরে
পাগলা ঘোড়া মনটারে
চাবুক মারি আলতো করে

মন পাগলা উতালা
কেন শধু রব জানে
নিশীথে একা বসে
নিশা লাগে বাতাসে

মনের ঘরে আলো জেলে
এক দুষ্ট বাস করে
ফিস ফিসিয়ে বলে
চল যাই পালিয়ে

মন পাগলা বড়ই বাউলা
মন পুরাই আউলা
মনরে বলি ঘুষ দিবোরে
আজকে অফ যা পারলে

মন কি আর কথা শুনে
সে চলে ছুটে ছুটে
ফাজিলটার কলার ধরে
বলি ভাই একটু আসতে

মন আমার দুষ্ট পাখি
খাচায় আর থাকতে চায় কি
মনের ড্রাম বেজেই চলছে
কেন শুধু রব জানে

নিশীথে একা বসে
দুষ্ট মন ঝাঁপ মারে
মন পাগলা উতালা
কেন শুধু রব জানে

Shazia Affren

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.