আমাদের কথা খুঁজে নিন

   

দায়িত্বে অবহেলার দায়ে জাবির প্রক্টরিয়াল ö

দায়িত্ব অবহেলা এবং অনৈতিক কাজের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজিবুর রহমানকে প্রক্টরের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্বের সব সহকারী প্রক্টরকে অব্যহতি দেওয়া হয়েছে। পাশাপাশি রসায়ন বিভাগের অধ্যাপক ড. তপন কুমার সাহাকে নতুন প্রক্টরের দায়িত্ব দিয়ে ১১ সদস্যবিশিষ্ট নতুন প্রক্টরিয়াল টিম গঠন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে নতুন এই প্রক্টরিয়াল টিমকে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে পূর্বের প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অরাজকতা, চাঁদাবাজি ও সংঘর্ষের ঘটনায় নীরব ভূমিকা পালনের অভিযোগ ওঠেছে। এছাড়া তিনি সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কৃৃতদের বহিষ্কারাদেশসহ অন্যান্য বহিষ্কারাদেশ প্রত্যাহারে মুখ্য ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি গত রবিবার ছাত্রলীগের দু'পক্ষের ঘণ্টাব্যাপী সশস্ত্র সংঘর্ষের ঘটনায় তিনিসহ সদ্য অব্যাহতি পাওয়া অন্য সহকারী প্রক্টররা নীরব ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে বর্তমান প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই আমাদের প্রথম লক্ষ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.