আমাদের কথা খুঁজে নিন

   

গুগল ক্রোমের জন্য অ্যাড-অনঃ Photo Zoom For Facebook

অনেক মাস পর ব্লগে কিছু লিখতে বসছি, অবশ্য এখানে লেখার কিছুই নেই। আমি মজিলা বা ক্রোম এসব খুব একটা ব্যবহার করি নাই প্রায় ১ বছর ধরে, তবে গত মাস থেকে ক্রোম আবারো ব্যবহার করা শুরু করেছি। তো আজকে সকালে ক্রোমের ওয়েব স্টোরে যেয়ে সামনে এই Photo Zoom for Facebook অ্যাড-অন চলে আসায় ইন্সটল করে নিলাম।

অ্যাড-অন টি ইন্সটল শেষে ব্যবহার করতে যেয়েই আমি ব্যাপক আনন্দ পেয়েছি!! সাধারণ এর একটি কাজ দেখে, তা হচ্ছে ফেসবুকে অনেক ভাই/আপুই তাদের প্রোফাইল পিকচার জাতির সামনে উন্মুক্ত না করে প্রাইভেসি দিয়ে রাখে  । যাতে করে উনাদের প্রোফাইলে যেয়েও তাদের প্রোফাইল পিকচারটি বড় করে না দেখে ছোট করেই দেখতে হয়।

কিন্তু এই অ্যাড-অন ইন্সটল করে উনাদের প্রোফাইলে যেয়ে ছবির উপর মাউস রাখতেই সম্পূর্ণ ছবিটি ভেসে উঠতেছে, তারমানে উনাদের এই লুকোচুরি করে পার পেয়ে যাবার আর কোন রাস্তাই নেই ।

পাশের “কবি” বইটির ছবির উপর মাউস রাখতেই নিজে থেকে এভাবে ছবিটি বড় হয়ে যাচ্ছে।

উনি কখনোই প্রোফাইল পিকচার জাতির সামনে উন্মুক্ত করেন না, কিন্তু আজকে এই অ্যাড-অন এর জন্য পার পেতে পারেন নাই 

এই অ্যাড-অন এর মাধ্যমে কোন ছবিতে মন্তব্য করেছে এমন কারো থেকে শুরু করে ফেসবুকে দেখা যায় এমন যাবতীয় ছোট ছোট ছবির উপরে মাউস রাখলেই সব এভাবে সম্পূর্ণ আকারে আপনি দেখতে পাবেন।
অ্যাড-অন টি যদি আপনার ভালো লাগে অথবা প্রয়োজন মনে করেন তবে নিয়ে নিতে পারেন। অন্যরকম মজা পাওয়া যাবে, অন্তত আমি ঠিকি পাচ্ছি! আগে যাদের ছবি দেখতে পেতাম না ভালো করে, এখন যেয়ে যেয়ে তাদের সেই ছবির উপরে মাউস ধরে ধরে দুষ্টামি করতেছি।


 

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.