আমাদের কথা খুঁজে নিন

   

এ্যাপেল vs মাইক্রোসফট

কিছু কথা, কিছু গান আছে...

এ্যাপেল এত ভদ্র, এত প্রেসাইস, এত প্রেসাইস যে অবাক হতে হয়৷ উঁচুগ্রামের কর্ণবিদারি শব্দে আপনাকে সে বিরক্ত করবে? কখনই নয়৷ এ্যাপেল ফোনের ডিফল্ট রিংটোন এত সফ্ট, এত নীচুগ্রামের যে তা প্রায় শোনা যায় কি যায় না৷ সে রিংটোন শুনতে হলে আপনাকে সজাগ থাকতে হয়৷ শুধু রিংটোনই বা কেনো? তার রিমাইন্ডার বা ক্যালেন্ডার এলার্ট, বা যে কোন নোটিফিকেশন শুনতে হলে আপনাকে কান পেতে রইতে হয়৷ আপনি যদি সজাগ থেকে কান পেতে না থাকেন, বা কোন শুনসান নীরব অভিজাত এলাকায় না থাকেন, তবে আপনি বুঝতেও পারবেন না আপনার প্রত্যাশিত ফোনটা কখন এসে চলে গেছে৷ কখন আপনার রিমাইন্ডার আপনাকে রিমাইন্ড করার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে বন্ধই হয়ে গেছে৷

পক্ষান্তরে মাইক্রোসফট এত বর্বর যে তার উঁচুগ্রামের শব্দে কান ঝালাপালা৷ প্রমাণ চান? উইন্ডোজ চালু করেন৷ সাউন্ড স্কিম অন করে এদিক সেদিক যেখানে ইচ্ছা এলোমেলো ক্লিক করতে থাকেন৷ আরো ভালোভাবে বুঝতে চাইলে ভিজুয়াল স্টুডিও চালু করেন৷ যদি ভিজুয়াল স্টুডিও কি আপনার জানা না থাকে তবে জানে এরকম কাউকে ধরে বেঁধে ভিজুয়াল স্টুডিও ইন্সটল করে নিন৷ এবার ভিজুয়াল ব্যাসিক চালান৷ এখন একটু থামেন৷ কানে একটা হেডফোন লাফিয়ে পুরো ভলিউম দিয়ে নেন৷ এবার ভিজুয়াল ব্যাসিকে মনে মাধুরী মিশিয়ে কিছু লিখতে যান৷ সাথে সাথে কানে ধাক্কা মারবে নটরডেম গির্জার ঘন্টা- ঢূউউং... সেই নিদারুণ আওয়াজে বধির কোয়াসিমোদোর কানেও তালা লেগে যায় তো আর আপনি৷ এই আওয়াজে আপনার কানে তালা লাগবেই, গ্যারান্টি!

ঢূউউং...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।