আমাদের কথা খুঁজে নিন

   

জামাত মুক্ত গ্রামের নাম ইসলাম মুক্ত গ্রাম।



"কিছু কিছু শরিয়া আইন আছে যার মাধ্যমে নারীদের কে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। তার কোন ন্যায় বিচার পাওয়া যায়না, তাই আমরা এই সমস্ত শরিয়া আইন মানবনা , মানিনা , এবং কখনো মেনে নিবনা"। প্রিয় পাঠক এই সমস্ত কথা গুলো আমার নয়। অনলাইন এ দৈনিক আমাদের সময় পড়ছিলাম। হঠাত করে পত্রিকায় একটি বক্স আইটেম নিউজে চোখ আটকে গেল।


খবর টি হলো , জামাত মুক্ত গ্রাম। কিছুটা কৌতুহলী হয়ে সংবাদ টি পড়লাম। কিন্তু সংবাদে তেমন বিস্তারিত কিছু লেখা ছিলনা , তবে সংবাদের সাথে একটি ভিডিও ক্লিপ্স এড করে দেওয়া হলো , এবং বলা হলো খবর টি সম্পর্কে জানতে হলে ভিডিও টি দেখতে হবে।
ইউটিউবে থেকে নেয়া ১০ মিনিটের একটা ভিডিও ক্লিপ্স। মুসলিমস ফেসিং টুমরো , কানাডা নামক নামক সংগঠন এর নামে প্রকাশিত ভিডিও টি।



ভিডিও টির শুরুতে একটি সাইন বোর্ড দেখা গেল ,'"জামাত মুক্ত গ্রাম " বাংলা এবং ইংলিশে লিখা।
এরপর একটি যাত্রা গান দিয়ে ভিডিও টি শুরু। গান শেষ হওয়ার পর সম্ভবত একজন সাংবাদিক একজন বয়স্ক লোকের সাক্ষাত্কার নিলেন লোকটি তার গ্রামের পরিচয় দিয়ে বক্তব্য শুরু করলেন। খুলার বাগের হাটের আট খানপুর ইউনিয়নে সেই গ্রাম টি অবস্থিত, যেখানে ৭৫ ভাগ মুসলিম এবং ২৫ ভাগ হিদু ধর্ম অবলম্বন কারীর অবস্থান।
সাংবাদিক সাহেবের প্রশ্ন সবাই কে, জামাত মুক্ত গ্রাম আপনাদের অভুতি কি ? সবার ই কমন উত্তর খুব ই আনন্ন্দময় মনে হচ্ছে।

আমি মনে করছিলাম হয়ত উত্তর দান কারী নারী পুরুষ গণ বলবে কিভাবে তারা জামাত মুক্ত গ্রাম করলো তার বর্ণনা দিবে। কিন্তু তাদের উত্তরে সে রকম কিছু আভাস পাওয়া গেলনা। আমি বুজলাম না তারা কোন জামাত মুক্ত গ্রাম ঘোষণা করলো , জামাত ইসলামী বাংলাদেশ , তাবলিগ জামাত , নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত
না আরো কোনো ইসলামী জামাত।
বরং বিশেষ করে কয়েকজন সাক্ষাত্কার দান কারীর গ্রামীন নারীর মুখ থেকে শুনা কিছু ভয়াবহ বিষয় শুনে তো আমি থ হয়ে গেলাম। তারা শরীয়ত ই মানতে চায়না , মানবেনা।


যেটি আমরা মাঝে মাঝে তথাকথিত উগ্র প্রগতির নারীবাদী , সুলতানা কামাল , খুশি কবির , তানিয়া আমিরদের কন্ঠে শুনতাম হয়ত এতটা কঠোর করে নয়। কিন্তু তাদের চেয়ে আরো কয়েক কদম এগিয়ে আরো কঠোর করে শরীয়াত না মানার কথা শুনতে হলো খুলনার সেই গ্রামের মহিলাদের কন্ঠে। তারা বিভিন্ন ছবি , ভিডিও মুভি ও বই এর মাধ্যমে গ্রামের মানুষদের কাছে তাদের ইসলামী শরীয়াত না মানার বিষয়টি প্রচার করছে।
তাদের প্রচারিত বই এর মধ্যে রয়েছে জনৈক হাসান মাহমুদের বই " শরীয়ত কি বলে আমরা কি করি " বইটির মধ্যে কি লিখা আছে আমি জানিনা। তবে ভয়াবহ বিষয় হচ্ছে গ্রামের সহজ সরল নারীদের কে ইসলামী শরিয়াতে নারীদের অধিকার খর্ব করা হয়েছে বলে শেখানো হচ্ছে।


তবে এখানে একটি বিষয় হলো জনৈক কানাডা প্রবাসীর অর্থায়নে এখানে একটি বেসরকারী এন জি ও এর মাধ্যমে গ্রামের গরিব নারীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন ও অর্থ প্রধানের মাধ্যমে ইসলামী শরীয়াত বিরোধী প্রচরণা চলছে।
বর্তমান দেশে একটি সেক্যুলার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিনা বাধায় যদি এই ধরণের কার্যক্রম প্রত্যন্ত গ্রামে চড়িয়ে পড়ে , তাহলে ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম বিরোধী প্রচারণার কি অবস্থায় যাবে তা সহজেই অনুমেয়।
এই ভিডিও টি দেখার পর একটি বিষয় সবচেয়ে বেসি লক্ষনীয় , সেটি হলো। জামাত মুক্ত গ্রামের নামে তথাকথিত নারীবাদী এন জি ও টি আসলে ওই গ্রাম টি কে ইসলাম মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করলো।
তাহলে ধীরে ধীরে এই মুসলিম প্রধান এই দেশ টি কি অচিরেই ইসলাম ও মুসলিম মুক্ত দেশ হিসেবে পরিচিতি পাবে ?????




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.