আমাদের কথা খুঁজে নিন

   

এবার বাতাসে চলবে মোটরসাইকেল - বাংলাদেশের বিজ্ঞানী হবিগঞ্জের নুরুজ্জামানের উদ্ভাবন



দেশে এই প্রথম বাতাসচালিত মোটরসাইকেল উদ্ভাবন করা হয়েছে। এটি কোনো ধরনের তেল-গ্যাস ছাড়া চলবে এবং শতভাগ পরিবেশবান্ধব হবে। তাছাড়া মোটরসাইকেলটি চালু করতে ব্যাটারির প্রয়োজন হবে না। এ মোটরসাইকেলটি চালাতে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ৯১ পয়সা। দীর্ঘ ২ বছর চেষ্টার পর বাতাসচালিত মোটরসাইকেলটি উদ্ভাবন করেছেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের গরিব কৃষক সৈয়দ আলীর ছেলে নুরুজ্জামান।



বুধবার বিকালে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ প্রযুক্তির উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে নুরুজ্জামান এক প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হাবিবুর রহমান, নবীগঞ্জ দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ শেখ ফরহাদ ছাদ উদ্দিন ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। সভায় উদ্ভাবক চট্টগ্রাম শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নুরুজ্জামান বলেন, ২০১১ সাল থেকে তিনি বাতাসচালিত মোটরসাইকেল তৈরির কাজ শুরু করেন। একটানা ২ বছর সাধনার পর এটি তৈরি করা হয়।

এ গবেষণায় তার কমপক্ষে ৪ লাখ টাকা ব্যয় হলেও বর্তমানে এটি তৈরিতে প্রায় ১ লাখ টাকা প্রয়োজন। কাঠ, লোহা, শিট দিয়ে তৈরি করা হয় এ মোটরসাইকেলটি।

কিভাবে বাতাসের সাহায্যে চলে এমন প্রশ্নের জবাবে নুরুজ্জামান বলেন, এ মোটরসাইকেলটিতে একটি হাওয়ার ট্যাঙ্ক রয়েছে। হাওয়ার মেশিন দিয়ে ওই ট্যাঙ্কে বাতাস ঢোকাতে হয়।

৮৩৩টি এসআই পরিমাণ বাতাসে এ সাইকেলটি এক কিলোমিটার রাস্তা চলতে সক্ষম।

প্রযুক্তিটির উদ্ভাবক আরও বলেন, এ মোটরসাইকেল চালনায় কোনো তেল-গ্যাসের প্রয়োজন নেই। তবে এতে অল্প পরিমাণে মবিলের ব্যবহার রয়েছে। এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে উল্লেখ করে নুরুজ্জামান বলেন, এটি আরও উন্নতভাবে তৈরি ও সর্বত্র বাজারজাত করতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এ ব্যাপারে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, উদ্ভাবক নুরুজ্জামান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও উন্নত প্রযুক্তির মোটরসাইকেল তৈরি করতে পারবেন।


আরো পড়ুনঃ
প্রযুক্তি ও ইন্টারনেটের কারণে যে জিনিস গুলো আজ বিলুপ্তির পথে
পাসওয়ার্ডবিহীন জীবনের অপেক্ষায়
গরম গরম LATEST IDM 6.19, সাথে আজীবন লাইসেন্স পাবার সুযোগ (NEW)
ভুতের গল্প প্রেমীদের জন্য ক্ষুদ্র উপহার, ১৩টি ভূতের গল্প ডাউনলোড করে নিন।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.