আমাদের কথা খুঁজে নিন

   

আরএসএস রাহুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে

কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে আরএসএস । কারন মহাত্মা গান্ধী হত্যায় আরএসএসকে দায়ী করেছে রাহুল গান্ধী৷ শুক্রবার রাষ্ট্রীয় সেচ্ছাসেবক সঙ্ঘের পক্ষ থেকে একথা জানান হয়েছে৷

 

‘আরএসএস সদস্যের হাতে খুন হন মহাত্মা গান্ধী৷ আর এখন তাদের লোকরাই গান্ধীজির কথা বলছেন’ বৃহস্পতিবার মহারাষ্ট্রের থানেতে একটি জনসভায় সোনিয়া পুত্র এ কথা বলেন। এখানেই না থেমে আক্রমণাত্মক রাহুল বিজেপিকে ধরাশায়ী করতে বলেন, ‘সর্দার প্যাটেল কংগ্রেস নেতা ছিলেন৷ গান্ধী হত্যার পর তিনি আরএসএস সম্পর্কে পর্দাফাঁস করেছিলেন৷ আর আজ বিজেপি বল্লভভাই প্যাটেলকে নিজেদের নেতা বলে দাবি করছে৷ 

রাহুলের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন আরএসএস রাম মাধব বলেন, ‘গান্ধীজির হত্যার সঙ্গে আরএসএসকে জড়িয়ে এমন মন্তব্য করায় রাহুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷’ এ ছাড়াও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে নির্বাচন কমিশনের কাছে চিঠিও পাঠানো হবে বলে জানান তিনি৷ 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.