আমাদের কথা খুঁজে নিন

   

সাউন্ড ক্লাউড থেকে ডাউনলোড সমস্যা? খুঁজে পাচ্ছেন না ডাউনলোড অপশন? কিভাবে ডাউনলোড করবেন? সমস্যার সমাধান এখানে।

আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিয়ে ফেলুন, ভার্চুয়ালে বসেও দুজনেরই একটু নেকি কামাই করা হোক 
যাইহোক ব্যাপারটা হচ্ছে আমি বুঝতেছিলাম না যে এই সম্পর্কে ব্লগে জাতির জন্য কোন সমাধান লিখবো কিনা!! বেশি বুঝদার ভাই-ব্রাদার হয়তো নাক সিটকাবে এই বলে যে “তামিম এটা কোন কাজ করলা? বাচ্চাদের পোষ্ট লিখলা? এগুলোর সমাধান তো সবাই পারে!!” ইত্যাদি ইত্যাদি বলে! তাই আগেই লেখার ইচ্ছে ছিল, তবুও লিখি নাই।   তো আজকেও আমি গান নামাতে যেয়ে দেখি শত শত মানুষ এখানে সেখানে জিজ্ঞেস করতেছে যে ডাউনলোড কিভাবে করবে?? ডাউনলোড অপশন তারা খুঁজেই পাচ্ছে না!! 
আসলে ডাউনলোড অপশন তারা পাবে কিভাবে? যেখানে ডাউনলোড অপশনই নেই, আর যার জন্য তারা ডাউনলোড করতেও পারছেনা। তাই সেই সমস্যার সমাধানই এখানে ভালোভাবে দেখিয়ে দেয়া হলো 

 
আপনারা যারা সাউন্ড ক্লাউড সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে সাধারণত কোথায় ডাউনলোড অপশন থাকে, আমি অবশ্য সেখানে মার্ক করেও দেখিয়ে দিয়েছি। দেখুন গতকাল রাতে রিলিজ হওয়া এই গানটায় কোন ডাউনলোড অপশন দেয়া হয়নাই।

তো নতুন গান যেহেতু সারাদিনই শুনবো, তাই বলে কি প্রতিবারই নেটে থেকে শুনতে হবে? :O এটা সম্ভব না হওয়াতেই আমরা এখন ডাউনলোড করবো অন্য সাইটের মাধ্যমে। আপনার এই গানটির লিংক কপি করে নিন।

 
এইবার আপনার গানের লিংক এড্রেসটি http://en.savefrom.net/নামের সাইটে যেয়ে পেস্ট করে দিয়ে পাশে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করুন।

 
হ উ উ ম এরকমই আসবে। যেহেতু Mp3 নামাতেই এসেছেন তাই ক্লিক করুন।

 

 
এইতো আপনার ডাউনলোড শুরু হয়ে গেলো। IDM এ এসে গিয়েছে, স্টার্ট ডাউনলোড দিন, এই জীবনে বহুবার এই কাজ করেছেন, আবারো করুন।

 
শেষ শেষ শেষ, আপনার ডাউনলোড শেষ!! মানে আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে যাবে।  
এইছিল ছোট্ট এই ঝামেলার সহজ সমাধান। আর হ্যাঁ শেষে একটা কথা আছে, সবাই তো আর ব্লগ চিনে না, পড়েও না! আপনারা যারা ডাউনলোড ঝামেলায় ছিলেন এতদিন, কিন্তু আজকে ব্লগে এসে শিখলেন তাদের কাছে অনুরোধ রইলো আপনারা যদি কাউকে এরকম সমস্যায় রয়েছে দেখেন তবে অবশ্যই এই সমস্যার সমাধান দিয়ে দিয়েন অথবা এই লিংক ধরিয়ে দিয়েন।

ওকে আমার কথা শেষ, আপনারা এখন বিদায় নিতে পারেন।  

সোর্স: http://www.techtunes.com.bd

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.