আমাদের কথা খুঁজে নিন

   

খুলনায় আদ-দ্বীন আকিজ মেডিকেল উদ্বোধন

খুলনায় আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বরেণ্য আইনজীবী ও আদ-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার রফিক-উল হক ফিতা কেটে ও বেলুন উড়িয়ে গতকাল সকালে হাসপাতালের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই হাসপাতালটি দক্ষিণাঞ্চলের গরিব মানুষেরা মানসম্মত মেডিকেল শিক্ষার পাশাপাশি ৫০০ শয্যার হাসপাতাল থেকে নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা পাবেন।আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুন-আর-রশীদ, আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পপতি শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মোসাম্মৎ সখিনা বেগম ও মনোয়ারা বেগম, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিন, পরিচালক শেখ আফিল উদ্দিন এমপি, শেখ মোমিন উদ্দিন, এনবিআর'র সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মামুন পারভেজ ও সাংবাদিক ফখরে আলম।

জানা যায়, আদ-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত খুলনার আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল গত ১ মার্চ থেকে মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরু করেছে। এখান থেকে নাক-কান-গলা, চক্ষু, অর্থপেডিক্স, গাইনি, ইউরোলজি ও সার্জারি বিভাগ থেকে বিনামূল্যে থাকা ও খাওয়াসহ চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।