আমাদের কথা খুঁজে নিন

   

এডুকেশন সিস্টেম-ভিনদেশি ছাত্র আর সুযোগ সন্ধানীর এত্তগুলো ফ্রি উপদেশ!!!

জেডআসাদ'স

হায়রে বাঙ্গালী!! স্বভাব টাই হলো চান্সে ফ্রান্স পাঠাই দেয়া। নিজেকে জাহির করে যে কি মজা আমি বুঝি না। তবে এতে অন্য কারো ক্ষতি না হলে ভাল কথা। আমি যদি নিজেকে জাহির করতে গিয়ে নিজ জন্ম ভূমির বদনাম করি সেটা কি খুব ভাল দেখায়!!?? তাও আবার এমন একজন ভিনদেশির কাছে যে কিনা আমাদের দেশ সম্পর্কে ভাল ধারণা পোষন করে।
৬ নাম্বার বাসে ঝুলে যাচ্ছিলাম।

হঠাৎ করে ইংরেজী কথোপকথন শুনে পিছু ফিরলাম। দেখলাম এক মালয়েশিয়ান ছেলে কে উপদেশ দিচ্ছেন আমাদের ই এক স্বজাতি ভদ্রলোক। ভদ্রলোক চুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। কি যেন একটা প্রজেক্টে চাকুরী করেন। ভিনদেশি ছেলেটা আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং পড়তেছে।

দুইয়ে দুইয়ে চার মিলে গেল। উপদেশ দেয়ার এমন চান্স কে হাতছাড়া করে!!!
প্রথম কথা টাই তুমি এত দেশ থাকতে বাংলাদেশে পড়তে আসছ ক্যান?? জার্মানি, ইন্ডিয়া বা কোরিয়া তে যাইতে পারতা। এই দেশে তো পড়ার সিস্টেম ভাল না। ৮০% থিওরিটিক্যাল আর ২০% প্রাক্টিক্যাল। উন্নত দেশে ৮০% ই প্রাক্টিক্যাল।

এ দেশে পড়াশোনা করে লাভ নাই। আর চামে বাংলায় গরু-ছাগল বলে গালি দিতে ও দ্বিধাবোধ করল না। মেনে নিলাম আমাদের দেশের পড়া শোনার সিস্টেম ভালো না। আমরা এখনো সেই মান্দাতার আমলে রয়ে গেছি। তাই বলে কি এই সব উপদেশ একজন ভিনদেশি কেই দিতে হবে।

যে কিনা এই দেশ সম্পর্কে একটা ভাল ধারনা পোষন করে বলেই এখানে পড়তে আসছে। ছেলেটি বলার চেষ্টা করল যে, এই থিওরিটিক্যাল পড়াতে তার আপত্তি নেই। তবু উনি তার ধারনা ছেলেটির উপর ছাপিয়ে দিয়ে যাচ্ছেন ই।
বিরক্ত হয়ে ই ভদ্রলোককে বললাম, একজন মানুষ অন্যদেশ থেকে এখানে আসছে পড়তে। তাকে আপনি ওয়েলকাম না করে এভাবে ডিমটিভেট করতেছেন কেন? এর কি উত্তর দিবেন উনি? কাঁচুমাচু করে বললেন না আমি এমনি বলতেছি আর কি।


ছেলেটা খুব ই হতাশ হল। হয়ত ভাবত্তেছিল এখানে আসার ডিসিশন টা কতটা যৌক্তিক ছিল। যেতে যেতে বলল যে, তুমি আমাকে ডিসকারেজ করছ। ছেলেটি আমার আগেই বাস থেকে নেমে গেল। না হলে কিছুটা চেষ্টা করতাম হতাশাটা কমানোর জন্য।


এই দেশ শত প্রতিকূলতার মাঝে ও এগিয়ে যাচ্ছে। আমাদের ছাত্ররাই বিভিন্ন দেশের নামি ভার্সিটির সাথে কমপিট করতেছে। আর আমাদের ই এক স্বজাতি, হেন রি কিসিঞ্জারের মতো এক ভিনদেশির কাছে এই দেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করতেছে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.